করোনা পরিস্থিতি যখন ভাঙ্গা-গড়ার জীবন নিয়ে জীবন ও জীবিকার প্রশ্নে প্রান্তিক জনোগোষ্ঠি যখন দিশাহারা, এই পরিস্থিতিতে আজ তৃণমূল নারী উদ্যোক্তাদের জীবন ও জীবিকার প্রশ্নে, আন্তর্জাতিক হোম-বেসড ওয়ার্কার্স ডে তে, সাউথ এশিয়ান গ্রাসরুটস ডেভেলপমেন্ট ফোরামের সহযোগিতায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) দেশের বিভিন্ন জেলায় প্রান্তিক জনগোষ্ঠির উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও উদ্যোক্তাদের সামাজিক সুরক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ২০ অক্টোবর বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জেলা সভাপতি সাকেরা সুলতানা জান্নাত, গার্হস্থ নারী শ্রমিক ইউনিয়নের সিলেট জেলা সভাপতি হিনু বর্মন, বাংলাদেশ যুব মৈত্রীর সিলেট জেলা আহ্বায়ক আব্দুল্লাহ খোকন, তৃণমূল নারী উদ্যোক্তা জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা ও এসএজিডিএফ এর কেন্দ্রীয় সভাপতি হিমাংশু মিত্র। বিজ্ঞপ্তি