স্টাফ রিপোর্টার :
নগরীতে র্যাবের পৃথক অভিযানে ১০ জুয়াড়ীকে আটক করা হয়েছে। গত রবিবার রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এর একাধিক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার খুলিয়াপাড়া ও চালীবন্দর এলাকা থেকে জুয়ারিদের আটক করা হয়। গতকাল সোমবার গণমাধ্যমে এই তথ্য জানায় র্যাব। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম ও র্যাব ৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
আটককৃতরা হচ্ছে, নগরীর খুলিয়াপাড়ার রোমান আহম্মেদ (২০), একই এলাকার মো. সুমন (২৩), সুনামগঞ্জের সুধাংশু সরকার রাজন (৩২), নগরীর কুশিঘাটের সোহেল আহমদ (৩০), বড়লেখার মো. ফোরকান হোসেন (৩২), মেজরটিলা ইসলামপুরের মো. ময়নুল ইসলাম অপু (৩৫), দক্ষিণ সুনামগঞ্জের মো. আতিকুর রহমান (৪০), সুনামগঞ্জের তাহিরপুরের মো. আলামিন মিয়া (২২), ব্রাক্ষণবাড়ীয়ার আশরাফ (৫১) ও সুনামগঞ্জর তাহিরপুরের ইয়াছিরুল (১৮)। এসময় তাদের হেফাজত থেকে জুয়া খেলার কার্ড ও নগদ ৩৫০০ টাকা জব্দ করা হয়। ধৃত জুয়াড়ীদের বিরুদ্ধে র্যাব জুয়া আইনে মামলা দায়ের করে কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে।