নিজস্ব কঙ্কাল :
জিগ্যেস করে ভোরের আলো
বনের পাখি সবুজ লতা,
নরম মাটির ঘাসের মতন
বুক ছুঁয়ে কয় অনেক কথা।
জিগ্যেস করে সাগরের ঢেউ
কোথায় দিগ্বিজয়ের ধ্বনি,
শূন্যস্থান আর পূর্ণ হয় না
আর্তনাদে হারায় মণি।
বিমূর্ত মেঘ উড়ছে চলে
তবু যখন বৃষ্টির আশা,
অস্তগামী সূর্যের উপর
উন্মাদ তত্ত্বে মৃত বাসা।
অস্তিত্বের তপ্ত শ্বাসে
ঘুমাতে যাই তীব্র ক্ষয়ে,
স্বপ্নগুলো তেড়ে আসে
নিজস্ব সব কঙ্কাল হয়ে।