ফ্যাসিবাদী- গণবিরোধী-দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান

6

করোনা ভাইরাসে দেশের মানুষের জীবন – জীবিকা আজ বিপর্যস্ত। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী বৃহত্তর সংক্রমণের দিকে যাচ্ছে। সংক্রমণ মোকাবেলায় ব্যর্থ সরকার জনগণকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে, যারা মরার মরবে ও যারা বাঁচার বাঁচবে। অন্যদিকে করোনাজনিত অর্থনৈতিক মন্দার অজুহাতে ছাটাঁই – বেতন কর্তন চলছে, বেকারত্ব ও দারিদ্র্য বাড়ছে। প্রবাসীরা অনেকে কাজ হারিয়ে দেশে ফিরে আসছেন। আওয়ামী লীগ সরকার ২৫ টি রাষ্ট্রীয় পাটকল বন্ধ করে দিয়ে ৬০ হাজার শ্রমিককে এক ধাক্কায় বেকার করে দিয়েছে, পাটচাষিদের ক্ষতিগ্রস্ত করেছে। লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎবিলের বোঝা, বর্ধিত পানির বিল- গাড়িভাড়ায় মানুষ দিশেহারা। অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষ – কৃষক – নিম্নবিত্তকে সহায়তা দেয়ার পরিবর্তে সরকার প্রধানত শিল্পপতি – ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা দিচ্ছে।
করোনা মহামারীতে আওয়ামী লীগ সরকারের তথাকথিত উন্নয়নের আসল চেহারা উন্মোচিত হয়েছে। ঢাকা – চট্টগ্রামের মতো প্রধান শহরেই বেশিরভাগ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই – এর মতো প্রাথমিক জীবনরক্ষকারী ব্যাবস্থা নেই। জেলা- উপজেলা হাসপাতালগুলোর কথা বলাই বাহুল্য। রাতের আঁধারে ভোটডাকাতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা এ সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই। নেতৃবৃন্দ বলেন দেশের এ রকম দুর্যোগের মধ্যেও ঐতিহ্যবাহী এম সি কলেজের ছাত্রাবাসে সরকার দলীয় ছাত্র সংগঠনের সন্ত্রাসীদের দ্বারা গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এর রেশ না কাটতেই বাদাম বাগীচা, দাড়িয়াপাড়ায় ধর্ষণের ঘটনা ঘটেছে। সরকার দলীয় গডফাদার, পুলিশ, রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিদের পৃষ্ঠপোষকতায় এ ঘটনা অব্যাহত ভাবে ঘটে চলেছে। বিচারহীনতার সংস্কৃতি এর জন্য দায়ী। এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। দাবী মাসের ৩য় দিনে নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে প্রচারপত্র বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমরেড উজ্জল রায়, এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, মোখলেছুর রহমান প্রমুখ। সমাবেশ থেকে নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য রাখেন পাশাপাশি এই ফ্যাসিবাদী- গণবিরোধী – দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। অক্টোবর মাসব্যাপী সিলেটের বিভিন্ন অঞ্চল, পাড়া, অফিস, দোকানপাটে প্রচারপত্র বিতরণ, পথসভা, সমাবেশ, পদযাত্রা, স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি পালিত হবে, নেতৃবৃন্দ সকল স্তরের জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন। বিজ্ঞপ্তি