শিবগঞ্জে বিল্ডিং কোড অমান্য করায় অবৈধ স্থাপনা অপসারণ

10

স্টাফ রিপোর্টার :
নগরীর শিবগঞ্জে আবাসন প্রতিষ্ঠান রূপায়ন এর নির্মাণাধীন প্রকল্পের মোবাশ্বির প্লাজায় মানা হচ্ছে না বিল্ডিং কোড। উল্টো সরকারি জমি দখলের প্রমাণও পাওয়া গেছে। সিসিকের অভিযানে অনুমোদন বহির্ভূত স্থাপনা নির্মাণের অভিযোগে নির্মাণাধীন ভবনটির অবৈধ স্থাপনার আংশিক অপসারণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে বন্দরবাজার-টিলাগড় রাস্তা প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনকালে মোবাশ্বির প্লাজার অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। আগামী দুই দিনের মধ্যে ভবনের অবৈধ স্থাপনাসমূহ পুরোপুরি সরিয়ে নেয়ার নিদের্শনাও দেন তিনি।
সিসিক মেয়র বলেন, ভবনটি নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি। সিলেট সিটি করপোরেশন থেকে নেয়া অনুমোদন অনুযায়ী ভূমির সীমানা থেকে স্থাপনা নির্মাণে ৫ ফুট জায়গা খালি রাখার শর্ত থাকলেও তা তারা মানেননি। উপরন্তু ১৫ তলা ভবনের সামনের দিকে ৭ ফুট সরকারি জমি অবৈধভাবে দখল করে ভবনের স্থাপনা নির্মাণ করেছেন। যা খুবই দু:খজনক। রাস্তা প্রশস্তকরণে নগরবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেটকে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি স্মার্ট সিটি বিনির্মাণে সকলে সহযোগিতা চান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, নির্বাহী প্রকৌশলী আলী আকবরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।