স্টাফ রিপোর্টার :
কুমারগাঁও ও কদমতলীর দুটি জুয়ার আসরে ঝটিকা অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এছাড়াও র্যাব উদ্ধার করেছে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা। গত শুক্রবার ৯ অক্টোবর পৃথকভাবে এ দুই স্থানে অভিযান চালায় র্যাব।
র্যাব জানায়, শুক্রবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত র্যাব-৯ এর দুটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমারগাও এলাকা ও দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকার জুয়া খেলার আসরে ঝটিকা অভিযান চালায়। এসময় জুয়া খেলায় ব্যবহৃত বোর্ড, ২ টি স্লিপ বই, নগদ ১১ হাজার ৫ শ ১০ টাকাসহ ৯ জুয়াড়িকে আটক করে।
আটককৃতরা হচ্ছে, জালালাবাদ থানার সাংসাধীপুর সোনাতলা গ্রামের মৃত ওয়াসিদ আলীর পুত্র মো. মনির মিয়া (৪৭), পাঠানটুলা এলাকার, মৃত নূর মোহাম্মদের পুত্র মো. জুয়েল রানা (২২), গুফাল গ্রামের ওয়াহিদুল্লাহর পুত্র আব্দুল হান্নান (২৭), একই গ্রামের সিরাজ মিয়ার পুত্র ফরহাদ (১৯), উত্তর পীরপুর গ্রামের হেলাল মিয়ার পুত্র রাজু আহম্মেদ (২১), কুমারগাঁও এলাকার আসমান আলীর পুত্র কয়েস আহম্মেদ (৪০), কোম্পানীগঞ্জ থানার দক্ষিণ রাজনগর গ্রামের মো. আব্দুল কাইয়ুমের পুত্র মো. নেছার আহম্মেদ (২৮), মৌলভীবাজার জেলার সদর থানার দরগা মহল্লা গ্রামের মৃত বাচ্চু মিয়ার পুত্র মো. জাহেদ আহম্মেদ (২৪) ও জৈন্তাপুর থানার ঘাটের চটি গ্রামের মো. আছাব আলীর পুত্র মো. সোলেমান আহম্মেদ (৩০)। পরে আটক জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাদের জালালাবাদ ও দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেছে র্যাব।