এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় বিভিন্ন সংগঠনের মানববন্ধন-সমাবেশ অব্যাহত ॥ ধর্ষণকারীদের বিচারের মাধ্যমে সিলেটবাসীকে কলঙ্ক মুক্ত করতে হবে

16
এমসি কলেজে ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জ সদর উপজেলার হাচননগর পল্লী সমাজের মানববন্ধন (১) উই আর ন্যাশনালিষ্ট এর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন (২) ঢাকাস্থ সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন (৩)

ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরাম : সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজে ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা বাংলাদেশ ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠন কে নিষিদ্ধ করার দাবি জানান।
উক্ত মানববন্ধনে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আইনুল হক রেজার সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি সারোয়ার আলম খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম আহ্বায়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট আবেদ রাজা। প্রধান বক্তার বক্তব্য রাখেন সরকারি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস, মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এজিএম সামছুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ আল মামুন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, উক্ত ফোরামের উপদেষ্টা মোঃ জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিজান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সহ সম্পাদক, ফোরামের উপদেষ্টা কে এম রিপন তালুকদার, ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ আহমেদ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সামছুল আরেফিন, যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম খান, সাদেক আহসান, ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরামের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ সাংগঠনিক আরিফ বিল্লাহ সহ ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পল্লীসমাজ : সুনামগঞ্জ সদর উপজেলার হাচননগর পল্লীসমাজের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ মাসুক, কৃষক সবুজ মিয়া, ব্র্যাক কর্মকর্তা হাকিমুল ইসলাম, পল্লীসমাজ সভা প্রধান করিমুন্নেছা, সেক্রেটারী রওশন আরা, লুৎফুন্নাহার, স্বপ্না, শিক্ষার্থী দিদারুল, আলামিন ও নাফিসা সহ সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজকে সঠিক এবং সুন্দর করতে হলে বিচারহীনতার বেড়াজাল থেকে বেড়িয়ে এসে অপরাধীদের বিচারের আওতায় এনে সঠিক বিচার করতে হবে। তাহলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষ সামাজিকভাবে মর্যাদা নিয়ে বাচতে পারবে। অপরাধীরা যাতে কোনভাবেই পার না পায় সে ব্যাপারে প্রশাসন ও আইনের সতর্ক দৃষ্টি কামনা করছি।
সিলেট জেলা জমিয়ত : এম.সি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণকারীদের ফাঁসির দাবি ও গডফাদারদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে সিলেট জেলা জমিয়ত।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার মাসিক সম্পাদকমন্ডলীর সভা বুধবার (৩০ সেপ্টেম্বর) বাদ আছর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুশাহিদ আলীর সভাপতিত্বে সভায় জমিয়ত নেতারা বলেন, এশিয়া মহাদেশের অন্যতম বিদ্যাপীঠ এমসি কলেজ। সেই বিদ্যাপীঠে গণধর্ষণ করে ছাত্রলীগের কিছু সন্ত্রাসীরা সিলেটের শত বছরের ইতিহাসকে কলঙ্কিত করেছে। পবিত্র সিলেটের মাটিকে যারা কলিমা লেপন করেছে তাদেরকে ইসলামী আইনে দৃষ্টান্তমূলক শাস্তি ও গডফাদারদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
ঘটনার সাথে সাথেই আসামীদের গ্রেফতার করায় জমিয়ত নেতৃবৃন্দ সিলেটের পুলিশ প্রশাসন, র‌্যাব ও গোয়েন্দা পুলিশকে ধন্যবাদ জানান। পুলিশের এমন বলিষ্টতার ধারাবাহিকতা থাকলে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা করে কেউ ছাড় পাবে না, এমনটি ঘটনা ঘটানোর সাহসও পাবে না।
সম্পাদকমন্ডলীর সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ ক্বাসেমী, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, সমাজসেবা সম্পাদক মাওলানা কাজী আমিন উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা শরিফ আহমদ শাহান, মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।
মহানগর মহিলা দল : এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ, প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেট মহানগর মহিলা দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার বাদ আসর নয়াসড়কস্থ অস্থায়ী কার্যালয় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের বর্বরোচিত ঘটনায় ঘৃণ্য এই অপকর্মকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে অন্য অপরাধীদের হুশিয়ারী বার্তা প্রদান করতে হবে। ঘৃণ্য এসব অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে সিলেটবাসীকে কলঙ্ক মুক্ত করতে হবে। নেতৃবৃন্দ বলেন, গণধর্ষণকারীদের শাস্তির দাবীতে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা যখন শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে, ঠিক তখনই সরকারের পুলিশ বাহিনী তাদের বাধা প্রধান করে। হামলা-মামলা বাধা প্রদান করে জাতীয়তাবাদী আদর্শকে দমানো যাবে না। নেতৃবৃন্দ গণধর্ষণকারীদের দ্রুত বিচারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের প্রতি জোর দাবী জানান।
সিলেট মহানগর মহিলা দলের সভানেত্রী জাহানারা ইয়াসমিন গোলাপীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজির পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সিলেট মহানগর মহিলা দলের সহ সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি, প্রচার সম্পাদক হাফসা বেগম, মহানগর মহিলা দল নেত্রী সামিরা বেগম, সালমা বেগম প্রমুখ।
দক্ষিণ সুরমা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি : সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণে জড়িত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দক্ষিণ সুরমা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি।
গত ৩০ সেপ্টম্বর বুধবার সকাল ১১ টায় হুমায়ূন রশীদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব শিক্ষানবিশ আইনজীবী মনির আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক আব্দুস ছত্তার মামুন, সাদিক খান, দিদার আহমদ, আনোয়ার আহমদ, সালাউদ্দিন মিরাজ, মটর মেকানিক্স সিলেট জেলা শাখার সাংগনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দক্ষিণ সুরমা মানবাধিকার কমিশন সদস্য শ্রী উজ্জ¦ল রঞ্জন চন্দ, আ.ফ.ম. সারওয়ার, মাহবুব আহমদ শাওন, নাজিম, আব্দুস সুবহান, দিদার আহমদ (২), রাব্বি আহমদ, সামিম আহমদ, মনসুর আহমদ, গিয়াস উদ্দিন, তানজিম আহমদ, দেওয়ান খালেদ আহমদ, ফরহাদ আহমদ,নাহিদ আহমদ, প্রমুখ। এছাড়াও সর্র্বস্তরের ছাত্রসমাজ, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘৃণ্য এসব অরাধীদের দ্রুত বিচার করে সিলেটবাসীকে কলঙ্কমুক্ত করতে হবে। এসব অপরাধীদের এমন শাস্তি দিতে হবে যাতে আর কেউ এ ধরনের ঘৃণ্য অপরাধ করার সাহস না করে। বিশেষ করে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে তরুণী ধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে কলেজে নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান বক্তারা।
জালালাবাদ ছাত্র সংগ্রাম পরিষদ : ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বন্দী করে গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জালালাবাদ ছাত্র সংগ্রাম পরিষদ। মঙ্গলবার বিকেলে নগরীর মদিনা মার্কেট পয়েন্টে উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
পরিষদের সাধারণ সম্পাদক এম.সি কলেজের মেধাবী ছাত্র এটিএম ফাহিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ বিন আইয়ুব এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নর্থইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী দিপু বিন হাসিব, মদন মোহন কলেজের শিক্ষার্থী মাসুদ মুফাসসির, মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহাদ হক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী নাঈম হোসাইন ও মদন মোহন কলেজের মেধাবী ছাত্রনেতা সাইফুর রাহমান। পরিষদের সদস্যদের মধ্য থেকে আরো বক্তব্য রাখেন, শাহরিয়ার আজিজ, বাবর ইবনে তাহের, সিবগাতুল্লাহ সায়েফ, সাহিম আহমদ প্রমুখ।
আওয়ামী ছাত্র পরিষদ সিলেট জেলা ও মহানগর : এমসি কলেজে ন্যাক্কারজনক গণধর্ষণ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণ ও ঢাবি শিক্ষার্থী ধর্ষণ, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় অভিযুক্ত সকল ধর্ষকের অবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করণের দাবিতে বাংলাদেশে আওয়ামী ছাত্র পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ২৯ সেপ্টেম্বর বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুপুর ১২টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী ছাত্র পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী ছাত্র পরিষদ সিলেট জেলার সভাপতি সজীব দেব।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি নিশ্চিত করণ। ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে ঘটে যাওয়া ন্যাক্কারজনক কলঙ্কিত ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন।
সেই সাথে বক্তারা ধন্যবাদ জ্ঞাপন করেন আইনশৃঙ্খলা বাহিনীকে। যারা অতিদ্রুত সিলেট এমসি কলেজের গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছেন এবং দেশের অন্যান্য জায়গায় ঘটে যাওয়া ধর্ষণের অভিযুক্তদেরও গ্রেফতার করার জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বাংলাদেশ আওয়ামী ছাত্র পরিষদের সভাপতি আরিফুল হক জুয়েল, বাংলাদেশ আওয়ামী ছাত্র পরিষদ সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি তাপস সূত্রধর, সহ-সভাপতি তারেক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন দাশ, সিলেট মহানগর আওয়ামী ছাত্র পরিষদের সহ-সভাপতি জীবন দেব, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মাহিন, সাংগঠনিক সম্পাদক ইমদাদ হোসেন, আওয়ামী ছাত্র পরিষদ সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি সামুন চৌধুরী, সাধারণ সম্পাদক মায়েজ আহমদ মাহি, ওসমানীনগর উপজেলার সাংগঠনিক সম্পাদক শফিক মিয়া, এয়ারপোর্ট থানা সভাপতি জাহিদ অভি, সাধারণ সম্পাদক মেহেরাজ রাহি, সম্পদ তালুকদার, মুহিবুর রহমান সামি, তানভীর হোসেন সাব্বির, শাহরিয়ার নাফিস, সাফায়েত মুমিন চৌধুরী, শেখ মাহফুজুর রহমান তাহরিম, সালেহ আহমদ, মাশরুর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি