বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষক, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, মরহুম আবদুন নূর ছিলেন একজন ধর্মপ্রাণ ও সাদামনের মানুষ। তাঁর জীবদ্দশায় সমাজের কল্যাণমুখী কাজে নিজেকে নিবেদিত করেছিলেন। তাঁর ইন্তেকালের পর তাঁর সুযোগ্য সন্তান ক্বারী মাওলানা মুহাম্মদ মতিউর রহমান মরহুম আবদুন নূর ফাউন্ডেশনের মাধ্যমে সেই কাজের ধারা অব্যাহত রেখেছেন। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান সহ তাদের এলাকাভিত্তিক ফাউন্ডেশনের সৃজনশীল কর্মকাণ্ড অবশ্যই প্রশংসনীয়। আমি আশা করি এই প্রতিষ্ঠান আরো নতুন নতুন প্রজেক্ট উপহার দিয়ে সমাজে কল্যাণমুখী কাজে অবদান রাখবে।
গত ৩১ অক্টোবর শনিবার বিকাল ৫টায় সিলেট সদর উপজেলার বৃহত্তর টুকেরবাজার ইউনিয়নের জামেয়া মুখলিছিয়া খাতুনে জান্নাত মহিলা টাইটেল মাদ্রাসা ক্যাম্পাস মিলনায়তনে মরহুম আবদুন নূর স্মরণ সভা ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জামেয়া মুখলিছিয়া খাতুনে জান্নাত মহিলা টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও মুফতি মাওলানা আরিফুজ্জামান রাহমানী’র উপস্থাপনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মরহুম আবদুর নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্বারী মাওলানা মুহাম্মদ মতিউর রহমান। মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী অধ্যাপক শফিকুর রহমান, সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুছাব্বির, গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ আব্দুস সালাম আল মাদানী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফয়জুল হক, শাহ খুররম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুস শহীদ, টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ শহীদ আহমদ, সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মিল্লাত আহমদ চৌধুরী, হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমদ, রশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ময়নুল ইসলাম, বিটিভি ও এশিয়ান টিভির ইসলামী আলোচক মাওলানা সাদিক সিকান্দার, জামেয়া ইসলামিয়া হজরত আবু বকর সিদ্দিক (রা.) হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ আশিকুর রহমান, মাওলানা আব্দুল হাফিজ মাসুদ-অনন্তপুরী, জালালাবাদ ইমাম ফান্ডেশনের সেক্রেটারী মাওলানা হাফিজ মাহবুবুর রহমান, জামেয়া মুখলিছিয়া মহিলা টাইটেল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মুখলিছুর রহমান, সাবেক মেম্বার ও সমাজসেবী এ. কে. এম. তারেক কালাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ¦ রফিকুল ইসলাম বাদল, জামেয়া ইসলামিয়া হজরত আবু বকর সিদ্দিক (রা.) হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মুহাম্মদ নাজিম উদ্দিন, মাওলানা জয়নাল আবদীন- কোম্পানীগঞ্জী, বৃহত্তর টুকেরবাজার ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোঃ মনিরুজ্জামান রাসেল, ৬নং টুকেরবাজার ইউপি’র নিকাহ রেজিস্ট্রার কাজী হাফিজ মাওলানা আহমদ শিবলী, আল ইত্তেহাদ ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাফিজ কাজী জুনাইদ আহমদ, বৃহত্তর টুকেরবাজার ইসলামী সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারী মোঃ সাদিক আহমদ, টুকেরবাজার ইউপি’র ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ গিয়াস উদ্দিন, টুকেরবাজার ইউপি’র ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ এনামুল হক, টুকেরবাজার ইউপি’র ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুল মালেক প্রমুখ। বিজ্ঞপ্তি