শরতের কৃতদাস

8

আজমেরী সুলতানা

শবে তো এই বর্ষা গেল শরত এলো মাত্র!
এরই মধ্যে শুভ্র কাশে ভরলো তোমার গাত্র।

যেদিন প্রথম মৃদু বাতাসে দুলবে তোমায় দেখবো,
আমি তো কোন কবি নয় তবুও গল্প কবিতা লিখবো।

নদীর পারের কুলের দ্বারে চিকন পাতার গাছটি
হঠাৎ দেখি সাদা ফুলে দুলছে বনের ধারটি।

আকাশ কালো কাজল মেঘে ব্যস্ত ছিল উড়তে
মন বুঝেছে আর ক’দিন লাগবে শরতের ফুল ফুটতে।

সাদা রঙের মেঘটি যেন নামছে মাটির দিকে নুয়ে
ভোরের আলোয় মৃদু বাতাস কাশ দুলছে মাটি ছুঁয়ে।

মনের মাঝে দোলা লাগে গায়ের পথে চলতে
শরতের রুপে মুগ্ধ আমি না পারি প্রকাশে সব বলতে।

ইচ্ছে করে ছুঁয়ে দিতে খোঁপায় বেঁধে রাখি
শরতে চোখ আমার ধাঁধাঁলো আমি চেয়ে চেয়ে দেখি।

তোমার হাতে বন্দি হলাম দিলাম আমরা ভালোবাসার কাশ
তাই তো আমি এই শরতে শুধুই তোমার কৃতদাস।