স্পোর্টস ডেস্ক :
‘ক্লিন বোল্ড’ নাকি ‘ক্লিন বোল্ট’? অন্তত ট্রেন্ট বোল্টের বোলিং অ্যাকশন দেখে বোধ হয় সবার দ্বিতীয় উপমাটাই মনে ধরবে। আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের অনুশীলনের সময় দলের নতুন সদস্য ট্রেন্ট বোল্টের একটা ডেলিভারির ধাক্কায় মিডল স্ট্যাম্প ছিটকে উঠে দুটুকরো হয়ে গেল।
পূর্ণ রানআপ নিয়ে বল ছোড়ার সময় একটু বেশি জোর দেন বোল্ট। আর তাতেই টুকরো হয়ে যায় স্ট্যাম্প। বোল্টের ওই অসাধারণ বোলিং দেখে বিস্ময়ে হতবাক ঘটনাস্থলে উপস্থিত থাকা দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনেও। দলের পুরো অনুশীলনই তাঁর তত্ত্বাবধানেই চলছে। টুইটারে বোলিংয়ের সেই ফুটেজ পোস্ট করে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি বোল্টকে প্রশংসায় ভরিয়ে দিয়ে লিখেছে, ‘ক্লিন বোল্ট! ট্রেন্ট এসে গিয়েছে।’
গত বছর ডিসেম্বরে হওয়া আইপিএল নিলামে বোল্টকে কিনেছে মুম্বাই। দলের আরেক তারকা বোলার লসিথ মালিঙ্গা এ বছর ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন। পুরো আইপিএল ইতিহাসেই মালিঙ্গা এ পর্যন্ত সবচেয়ে সফল বোলার। তবে বোল্ট সেই অভাব সম্পূর্ণ পুষিয়ে দেবেন বলেই মনে করছে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি।