সাবেক সচিব ও রাষ্ট্রদূত কবি মোফাজ্জল করিম বলেছেন, নানা বৈচিত্র্যের মধ্যে সৃষ্টিকর্তা মানুষকে প্রেরণ করেছেন। পৃথিবীর কথা ভাবার সাথে সাথে নিজের কথাও ভাবতে হবে। নিজে কি করছি তা নিয়ে নিজের বিবেকের সাথে চিন্তা করতে হবে। অনেক মানুষ আছে যারা তাদের অধিকার থেকে বঞ্চিত থাকে। আমাদের সবাইকে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের বিপদে-সংকটে পরস্পরের পাশে দাঁড়াতে হবে। সকলকে মানুষ হিসেবে একে অন্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। মানুষের পাশে দাঁড়িয়ে সেবার হাত বাড়িয়ে দিতে হবে । তাতে করে একটি সমাজ ও দেশের পরিবর্তন সম্ভব, কল্যাণময় সমাজ গঠন সম্ভব।
পান্ডুলিপি প্রকাশন সিলেট প্রকাশিত বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক মুহাম্মদ আব্দুর রহীমের তৃতীয় গ্রন্থ ‘কানাইঘাটের স্মরণীয় বরণীয় যাঁরা’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল শনিবার সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সভা কক্ষে প্রকাশনার অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সমাজসেবী ও সংগঠক কবি সরওয়ার ফারুকী। অনুষ্ঠানে লেখক অনুভূতি ব্যক্ত করেন ‘কানাইঘাটের স্মরণীয় বনণীয় যাঁরা’ গ্রন্থের লেখক মুহাম্মদ আব্দুর রহীম।
পান্ডুলিপি প্রকাশনের প্রকাশক লেখক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে এবং কবি মোশাররফ হোসেন সুজাত ও শাহজান শাহেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল রোটারিয়ান লে. কর্নেল (অব.) এম.আতাউর রহমান পীর, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর, শিক্ষাবিদ কবি ও ঔপন্যাসিক লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, সিলেট প্রেস ক্লাবের সহ-সভাপতি এম.এ হান্নান, কবি ডা. এম.এ জলিল চৌধুরী, লেখক ও গবেষক বেলাল আহমদ চৌধুরী, সিলেট ছাত্র যুব কল্যাণ ফেডারেশনের সভাপতি এইচ.এম.আব্দুর রহমান, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দেলওয়ার হোসেন সেলিম। নাঈমুল ইসলাম গুলজারের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল, তরুণ সংগঠক তারেক হাসান চৌধুরী, সংগঠক ও সমাজসেবী আব্দুল গফুর, সংগঠক আব্দুল্লাহ আল ফারুক, সাংবাদিক তওহীদুল ইসলাম, কবি সংগঠক আলমগীর চৌধুরী, সমাজকর্মী ও সংগঠক শিপলু আমীন চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে কানাইঘাটের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি