স্পোর্টস ডেস্ক :
ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কাকে হারিয়ে রবিবার নিজের ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম ট্রফি জিতে নিলেন জাপানের নাওমি ওসাকা। খেলার ফল ১৬, ৬৩, ৬৩। প্রথম সেট হারলেও বিশ্বের চার নম্বর খেলোয়াড় ওসাকা ঘুরে দাঁড়ান এবং এক ঘণ্টা ৫৩ মিনিটের খেলায় পরের দুটি সেটে আর্থার অ্যাশ স্টেডিয়াম দেখল জাপানি কন্যার দাপট। এই ট্রফি জয়ের পর এশিয়ার আরেক তারকা তথা স্বদেশীয় লি নাকে টপকে গেলেন ওসাকা গ্র্যান্ড স্লাম জয়ের তালিকায়।
এতোদিন পর্যন্ত দুজনেরই দুটি করে গ্র্যান্ড স্লাম খেতাব ছিল। ২০১৮ সালে ইউএস ওপেন জয়ের স্মৃতি টেনে এনে ওসাকা এদিন বলেন, ‘দুবছর আগে হলে আমি হয়ত একটা সেট এবং একটা ব্রেক পয়েন্ট হেরে ভেঙে পড়তাম। কিন্তু আমার মনে হয়, এই সময়ের মধ্যে আমি যতগুলি ম্যাচ খেলেছি সেটা আমাকে অভিজ্ঞ করে তুলেছে। বিশেষ করে এখানে যতগুলি ম্যাচ খেলেছি সব কটাই খুব কঠিন ছিল। আমার মনে হচ্ছে, এখন আমি একজন পরিপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছি। আমি যেটা করতে চাইছি সেটা সম্পর্কে অত্যন্ত সচেতন।’
এদিন খেলা শেষে সংবাদ সম্মেলনে ওসাকা প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টের নামাঙ্কিত জার্সি পরে এসে তাঁকে সম্মান জানান। ওসাকা বলেন, ‘উনি যেরকম ছিলেন, আমি তেমনই হতে চাই। উনি ভাবতেন যে উনি সেরা হবেন এবং যা হয়েছিলেন, আশা করি ভবিষ্যতে আমিও সেরা হব।’