আমার আমিতে

27

আজমেরী সুলতানা

স্পর্শ অনুভূতি আর আবেগের কাছে
নিজেকে মেলিয়া দিয়েছি বিসর্জন
বিধস্ত নাবিকের মত উদ্ধাস্ত জীবন
তবুও কেন তার এত আকর্ষন?

নিজের কাছে রেখেছি প্রশ্নের সমারহ
হেটেই চলেছি আমি বহুদূর
কোয়াশা ঘেরা চাদর মারিয়ে
কুহাতে কুহাতে কাঁদে করুন সুর!

আমার আমিতে ভেবেছি সহজ সরল
অথবা, নৃশংস, নরপশু কিংবা তরল
যতদূর চোখ যায় জ্বলন্ত তৃষ্ণার্ত ক্ষুধায়
হয়তো আমি ভীষণ কিংবা গরল!

মনকে কখনো পারিনি বুঝাতে
নিসংস্ব ভাবে খুঁজে তার পরিচয়
ঘুমন্ত পিয়াসী ভাবলীলাহীন দৃষ্টিতে
নিজেকে বিক্ষিপ্ত ভাবে পিশে হৃদয়।