মহিউদ্দিন বিন্ জুবায়েদ
ভালো কথা কেউ বলে না
মন্দের পিছু ছুটে
চোখকে ফাঁকি দিয়ে তারা
নিচ্ছে সবই লুটে।
ভালো কাজে পাবে নাতো
কর্ম যে যা করে
লুটেপুটে খাচ্ছে সবই
বাহির ভিতর ঘরে।
ভালোর ভালো খুবই অভাব
বেশ ভূষাতে পাকা
কথা কাজে বুঝা যায় না
ঈমান আমল ফাঁকা।
শূণ্যের ঘরে সবই এখন
হাজার লোকের ভিড়ে
ভালোটাকে শয়তানে যে
ফেলছে শক্ত ঘিরে।