লাভলী ইসলাম
অমাবস্যার ঘুটঘুটে কালো রাত
দেখা যায় না খুললে নিজের হাত
কোথাও কেউ নেই মানুষ না পশু
আছে শুধু বৃক্ষরাজি হয়ে উঁচু নিচু।
চলতে চলতে পা পিছলে যায় পড়ে
অসমতলে পায়ের আওয়াজ পড়ে
পাদুকাদ্বয় আটকে যায় পথ চলায়
আকুলিবিকুলি তার শেঁকড়ে জড়ায়।
জ্বিন ভূত আঁচলে বাঁধে না আশায়
কেন পুষবে তারা অযথা অবলায়
নিশাচরে পদচারণায় ওরা মন ভয়ে
নিশুতি রাতে কাব্য গাঁথি বন বাদাড়ে
কি চেয়েছি আমি বুঝেছো কি কিছু
সঙ্গী হয়ে আমার হাঁটবে পিছু পিছু