মুরারিয়ান ব্যাচ ৮৮ (সাবেক মুরারী চাঁদ ইন্টারমিডিয়েট কলেজ) সিলেটের উদ্যোগে রোটারি ক্লাব অব সিলেট এলিগ্যান্স, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স, ইন্টার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স, ইন্টার্যাক্ট ক্লাব অব সিলেট সুরমা, ইন্টার্যাক্ট ক্লাব অব সিলেট সাউথ, ইন্টার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রিণ ও ইন্টার্যাক্ট ক্লাব অব সিলেট মিড ডাউনের সহযোগিতায় এবং রোটারিয়ান পিপি মোঃ দিলওয়ার হোসেইনের নেতৃত্বে চলমান বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সিলেট সরকারি কলেজ প্রাঙ্গণে পরিবেশ সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ নাসিমা হক খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারিয়ান দিলওয়ার হোসেইন, রোটারি ক্লাব অব সিলেট এলিগ্যান্সের সভাপতি রোটারিয়ান শংকর কুমার ধর। উপস্থিতি ছিলেন ৮৮ ব্যাচের সাবেক ছাত্র টুটুল চৌধুরী, মিজানুর রহমান, রেজা চৌধুরী, হুমায়ুন মজিদ টিটু, মোঃ সামছুল আলম, দেব দুলাল পাল, রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের প্রতিষ্ঠাতা সভাপতি রোটার্যাক্টর রিনা বেগম, আইপিপি রোটার্যাক্টর শেখ সুহিন মিয়া, সভাপতি রোটার্যাক্টর আব্দুস সহিদ সাদেক, সচিব আব্দুল্লা আল ফাহাদ, ইন্টার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স সভাপতি ইন্টার্যাক্টর কামরুল ইসলাম, সচিব শেখ ইশরাত জাহান, ইন্টার্যাক্ট ক্লাব অব সিলেট সুরমা’র সভাপতি রাতুল চৌধুরী জয়, সচিব আজিম আহমেদ, পিপি ইমরান আলী, আইপিপি নুর আলম, ইন্টার্যাক্ট ক্লাব অব সিলেট সাউথের সহ সভাপতি সজিব চন্দ্র, ইন্টার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রিনের সভাপতি মহসিন, সচিব রিফাত সহ অন্যান্য রোটার্যাক্ট ও ইন্টার্যাক্টবৃন্দ। বিজ্ঞপ্তি