সমাজসেবা অধিদপ্তর এর পরিচালক-কার্যক্রম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রবেশন আইন সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তুলতে হবে। প্রবেশন ব্যবস্থা অপরাধীকে পুন:অপরাধ রোধে সহায়তা করে। এর মাধ্যমে অপরাধীরা পরিবার ও সমাজকে সাথে রেখে সামাজিক ভাবে পুন:প্রতিষ্ঠা লাভ করে। সুন্দর ও সুশৃংঙ্খল সমাজ গঠনের স্বার্থে একজন প্রবেশন অফিসারকে প্রবেশনে থাকা ব্যক্তিকে প্রবেশনের শর্ত সমূহ মেনে চলা সহ পরিপূর্ণ আইনি সহায়তা এবং একটি কর্মস্থানের সুযোগ পেতে সহায়তা করা উচিত। তিনি প্রবেশন ব্যবস্থা কার্যকর করার জন্য প্রশাসনসহ সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি ২ ডিসেম্বর বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রনালয় আয়োজিত প্রবেশন আইন ও প্রবেশন ব্যবস্থা শীর্ষক সিলেট বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্থানীয় সরকার, সিলেট এর উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও ইউএনডিপি’র প্রজেক্ট কোঅর্ডিনেশন অফিসার মেবেল সিলভীয়া রড্রিক্স এর সঞ্চালনায় কর্মশালায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসলাম উদ্দিন, ইউএনডিপি’র লিগাল স্পেশালিষ্ট মশিউর রহমান চৌধুরী, চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেষ্ট মোঃ আবুল কাসেম, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আমিনুল ইসলাম, সিনিয়র জেল সুপার আব্দুল জলিল, জেলা লিগ্যাল এইড অফিসার মামুনুর রহমান সিদ্দিকী, সিলেট প্রবেশন কর্মকর্তা তমির হোসেন চৌধুরী, সিএমএম কোর্টের প্রবেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৌলভীবাজার প্রবেশন কর্মকর্তা সুমন দেব নাথ, হবিগঞ্জ প্রবেশন কর্মকর্তা নিপুণ রায়, সুনামগঞ্জ প্রবেশন কর্মকর্তা শাহ মোঃ শফিউর রহমান, সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুর রফিক, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস, মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আদিল মোত্তাকীন, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সুচিত্রা রায়, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জামিলুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, সিএমএম কোর্ট সিলেটের এর এডিশনাল পিপি এডভোকেট মাসুক আহমদ, কোর্ট ইন্সপেক্টর সৈয়দ শফিকুল ইসলাম মুকুল, সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেস ক্লাব সভাপতি তাপস দাস পুরকাস্থ, এফআইভিডিবি সিলেট এর জিয়াউর রহমান সিপার, ব্লাষ্ট এর ইউনিট কোঅর্ডিনেটর ইরফানুজ্জামান চৌধুরী, সিলেট এভিসিবি-২ এর জেলা ফ্যাসিলেটর খন্দকার রবিউল আউয়াল নাসিম, এভিসিবি-২ এর উপজেলা কোঅর্ডিনেটর শওকত হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি