এম. আতাউর রহমান পীরের নেতৃত্ব রোটারী অঙ্গনে মানবতার কল্যাণে নতুন মাত্রা সৃষ্টি করবে —– শহীদ আহমদ চৌধুরী

41

ডিস্ট্রিক্ট গভর্ণর শহীদ আহমদ চৌধুরী বলেছেন, লে. কর্ণেল (অব) এম. আতাউর রহমান পীর একজন DSC_0224 copyপ্রথিতযশা শিক্ষাবিদ। সারাজীবন শিক্ষকতা করার পাশাপাশি তিনি মানবতার কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। মানব সেবার মহান ব্রত নিয়ে রোটারী ক্লাবের সাথে সম্পৃক্ত আছেন বহু বছর ধরে। তাঁর সুযোগ্য নেতৃত্ব রোটারী অঙ্গনে মানবতার কল্যাণে নতুন মাত্রা সৃষ্টি করবে বলে আমাদের প্রত্যাশা। রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটন-এর উদ্যোগে রোটারী ডিজিএনডি লে. কর্ণেল (অব) এম. আতাউর রহমান পীরের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটন-এর সভাপতি সাহেদ হোসেনের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের সেক্রেটারী রোটারিয়ান মামুনুর রশীদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি গভর্ণর রোটারিয়ান ডা. বেলাল আহমদ, ডেপুটি গভর্ণর রোটারিয়ান কপিল উদ্দিন বাবলু, এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান পিপি ফেরদৌস আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি কবির উদ্দিন, রোটারিয়ান পিপি সেলিম খান, স্টার প্রেসিডেন্টদের পক্ষ থেকে রোটারী মেট্রোপলিটন ক্লাবের সভাপতি রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানী, মিডটাউনের সভাপতি রোটারিয়ান সিরাজ উদ্দিন আহমদ, আপটাউনের সভাপতি রোটারিয়ান সৈয়দ শামীম আহমদ, চিটাগাং ইমপেরিয়ালের সভাপতি রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, মেঘনা নরসিংদীর সভাপতি রোটারিয়ান কবির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান আইপিপি ইফতিয়াক হোসেন মনজু, রোটারিয়ান পিপি কামাল আহমদ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মনজুর আহমদ খান, রোটারিয়ান ডা. এমদাদুল হক, রোটারিয়ান ফাতেহা খানম প্রমুখ। বিজ্ঞপ্তি