ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থাসহ ৮টি সংস্থা পেল সরকারী অনুদান

18
সিলেট সদর উপজেলার ইয়াংস্টার সমাজ কল্যাণ সংস্থা সহ ৮টি সামাজিক সংস্থার প্রতিনিধিদের কাছে সরকারি অনুদানের চেক হস্তান্তর করছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে সিলেট সদর উপজেলার ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থাসহ ৮টি সামাজিক সংস্থা সরকারি অনুদানের চেক পেয়েছে। প্রত্যেকটি সামাজিক সংগঠনকে ২০ হাজার টাকার চেক সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
(১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদের হলরুমে ৮টি সংগঠনের প্রতিনিধির হাতে অনুদানে চেক তুলে দেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাদ আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়া, উপজেলা ইউনিয়ন সমাজকর্মী ইকরামুল কবির প্রমুখ।
সরকারি অনুদান প্রাপ্ত সংস্থাগুলো হল ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা, রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশন, খালপাড় ইসলাহ সমাজকল্যাণ যুব সংঘ, মনিং ষ্টার সমাজকল্যাণ সংঘ, হাটখোলা পল্লী উন্নয়ন যুব সংস্থা, শেখ সোসাইটি তরুন সংঘ, সিলেট চা জনগোষ্ঠী ছাত্র যুব কল্যাণ পরিষদ ও জালালাবাদ অন্ধ জল্যাণ সমিতি।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সদর উপজেলা যুবলীগ নেতা আজাদুর রহমান ছামাদ, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক উছতার আলী, সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, সদস্য জাবের হোসেন সামন প্রমুখ। বিজ্ঞপ্তি