স্পোর্টস ডেস্ক :
রোনালদোর সেঞ্চুরি! বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে একশো গোলের নজির গড়লেন ‘সিআর সেভেন’। দেশের জার্সিতে রোনালদোর গোল সংখ্যা ১০১টি। অন্যদিকে, জাতীয় দলের হয়ে ব্রাজিলের সাবেক তারকা পেলের গোল সংখ্যা ৭৭। আর্জেন্টিনার সাবেক তারকা ম্যারাডোনা জাতীয় দলের হয়ে করেছেন ৩৪টি গোল। ম্যারাডোনার দেশের বর্তমান সুপারস্টার লিওনেল মেসি জাতীয় দলের হয়ে করেছেন ৭০টি গোল।
সব ঠিকঠাক থাকলে আগের ম্যাচেই হয়তো একশো গোলের মাইলফলক ছুঁয়ে ফেলতেন পর্তুগিজ মহানায়ক। কিন্তু ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে পায়ে সংক্রমণের জন্য মাঠেই নামতে পারেননি তিনি। গ্যালারিতে বসেই তিনি দেখেছিলেন পর্তুগালের জয়।
মঙ্গলবার উয়েফা নেশনস কাপে সুইডেনের বিরুদ্ধে চেনা ছন্দে রোনালদো। জোড়া গোল করলেন তিনি। রোনালদো জ্বলে ওঠায় পর্তুগাল ম্যাচটা জিতল ২-০ গোলে। রোনালদোর সামনে কেবল ইরানের তারকা স্ট্রাইকার আলি দায়ি। তাঁর গোল সংখ্যা ১০৯। সুইডেনের বিরুদ্ধে দুটো গোল করায় রোনালদোর গোলসংখ্যা এখন ১০১।
২০০৪ সালের ইউরোয় গ্রিসের বিরুদ্ধে দেশের হয়ে প্রথম গোল করেছিলেন রোনালদো। শততম গোলটি এল অভিষেকের ১৬ বছর পরে। নতুন মাইলফলক ছোঁয়ার মাঠটিও রোনালদোর কাছে পয়মন্তই। ২০১৩ সালে ফ্রেন্ডস অ্যারেনায় ইব্রাহিমোভিচের সুইডেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।
মঙ্গলবার বিরতির ঠিক আগের মুহূর্তে ফ্রি কিক থেকে সুইডেনের জাল কাঁপান রোনালদো। শরীর ছুড়েও সেই বলের নাগাল পাননি সুইডিশ গোলকিপার রবিন ওলসেন। ১০১ নম্বর গোলটি আসে খেলার ৭২ মিনিটে। পেনাল্টি বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। আর গোলের পরে সেই পরিচিত ভঙ্গিতে উদযাপন।