সার্টিফিকেটধারী শিক্ষা ব্যবস্থা ভিক্ষা বৃত্তির সামিল ——— জেএসডি

35

বর্তমান শিক্ষা ব্যবস্থা সমাজ সংস্কৃতি ও রাজনৈতিক জীবনের সম্পূর্ণ পরিপন্থী কারণ শুধু চাকুরী অর্জনের লোভনীয় ব্যবস্থা ছাড়া আর কিছুই নেই। এখানে জীবন সংস্কৃতিকে ধারণ করে না। শিক্ষা মানে কাজে দক্ষতা অর্জন করা-সার্টিফিকেটধারী শিক্ষা ব্যবস্থা ভিক্ষা বৃত্তির সামিল। তাই বর্তমান শিক্ষা ব্যবস্থা বেকারত্বের কারখানায় পরিণত হয়েছে। এ ব্যবস্থার উত্তরণ কল্পে প্রতিষ্ঠান ভিত্তির চাকুরীর নিশ্চয়তা ও কাজ দিয়ে শিক্ষার্থীকে প্রতিষ্ঠান থেকে বের করতে হবে-নতুবা সমাজ ব্যবস্থায় সন্ত্রাস ও দুর্নীতিপরায়ণ হতে থাকবে। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির শাহপরাণ থানা কমিটির এক মতবিনিময় সভা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে শনিবার বিকেল ৪টায় শাহপরাণ অনুষ্ঠিত হয়-সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দীন মাষ্টার ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সেলিম জামান চৌধুরী।
বক্তব্য রাখেন মহানগর যুগ্ম আহবায়ক মোফাজ্জল করিম চৌধুরী, ময়না মিয়া, আরকান চৌধুরী, রওনক আক্তার চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি