স্পোর্টস ডেস্ক :
ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের লড়াইয়ে সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসকে ন’ উইকেটে পরাজিত করে অল-উইন রেকর্ড গড়ে লিগের শেষ চারে ত্রিনবাগো নাইট রাইডার্স৷ টিকেআর লিগের ১০টি ম্যাচ জিতে তালিকায় শীর্ষে রয়েছে৷ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, সেন্ট লুসিয়া জুউকস এবং জামাইকা তালাওয়াহস সেমিফাইনালে উঠেছে৷
প্রথম সেমিফাইনালে টিকেআর-এর মুখোমুখি হবে চতুর্থ স্থানের জ্যামাইকা৷ আর দ্বিতীয় সেমিফাইনালে লড়াই হবে গায়ানা ও সেন্ট লুসিয়ার মধ্যে৷ রবিবার টিকেআর তাদের প্রধান ম্যাচজয়ী সুনীল নারিনকে ছাড়াই লিগের শেষ ম্যাচে সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসকে ৭৭ রানে অল-আউট করে দেয়৷ রান তাড়া করে ১২ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স৷ সেই সঙ্গে লিগে সব ক’টি ম্যাচ জয়ের অনন্য রেকর্ড গড়ে কিং খানের দল৷ রবিবার অন্যান্য ম্যাচে সেন্ট লুসিয়া জুকস হারায় জামাইকা তালাওয়াহসকে৷ ১১ রানে ম্যাচ জিতে নেয় সেন্ট লুসিয়া।
টিকেআর-এর হয়ে অধিনায়ক কাইরন পোলার্ড আকেল হোসেইন এবং সিকান্দার রাজাকে দিয়ে বোলিং ওপেন করেছিলেন। ক্রিস লিন হোসেইনকে ছক্কা মেরে খাতা খুলেছিলেন৷ কিন্তু এর দু’বল পরে ডিপ মিড-উইকেটের উপর দিয়ে মারতে গিয়ে আউট হন৷ তিন ওভারের পরে প্যাট্রিয়টরা ১ উইকেটে ১৩ রান করে।
দলকে আরও ব্যাকফুটে ঠেলে দেয় এভিন লুইসের ২৪ বলের ইনিংসে ১৯টি ডট বল৷ পাওয়ার প্লে-র ছয় ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ২৭ রান তোলে প্যাট্রিয়টরা৷ ৪৮ বছর বয়সি প্রবীন তাম্বে দুর্দান্ত ক্যাচ নিয়ে বেন ডাংককে ফেরান৷ লেগ-স্পিনার ফায়াদ আহমেদের বলে শর্ট থার্ডম্যাচে অসাধারণ একটি ক্যাচ নেন তাম্বে৷
ইনিংসের প্রথম ১০ ওভারে পাঁচ উইকেট মাত্র ৩৬ রান তোলে প্যাট্রিয়টরা৷ প্রতিটি ওভারই করেন স্পিনাররা। দীনেশ রামদিন ফাদাদকে ফ্ল্যাট ছয় হাঁকান৷ কিন্তু দ্রুত উইকেট হারাতে থাকে প্যাট্রিয়টরা৷ শেষ পর্যন্ত ১৯ ওভারে ৭৭ রানে শেষ হয় তাদের ইনিংস৷ লিগের আগের ন’টি ম্যাচে জয় পাওয়া টিকেআর এই ম্যাচে সুনীল নরিন ও লেন্ডল সিমন্সকে বিশ্রাম দিয়েছিল৷