গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান কবির আহমদ মুশন আর নেই

16

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুশন (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৩টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে কিডনী রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। দুপুর আড়াইটার দিকে তার শরীর খারাপ হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীস্বজন ও গুণগ্রাহী রেখে গেছন। তাঁর বাড়ি উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নিমাদল সানকপুর গ্রামে। মরহুমের জানাযার নামাজের সময় পরে জানানো হবে। করিব আহমদ মুশন লক্ষ্মীপাশা ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান। জনপ্রিয় ও স্বনামধন্য চেয়ারম্যান হিসেবে তিনি সর্বত্র পরিচতি ছিলেন। এছাড়াও তিনি উপজেলা আওয়ামীলীগের সদ্য সাবেক কমিটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে করেছেন। বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ কবির আহমদ মুশন চেয়ারম্যানের মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার ইন্তেকালে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। শোক জ্ঞাপন করেছেন, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, বারাকা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফী চৌধুরী এলিম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পৌর কাউন্সিলর রুহিন আআহমদ খাঁন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুহেল, উপজেলা আওয়ামীগ নেতা শাহাবউদ্দিন আহমদ, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, লক্ষীপাশা ইউপি আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মসলু, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগর সভাপতি আব্দুল মজিদ রুশন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাঘা ইউপি আওয়ামীলীগের সভাপতি সাইদ আহমদ সুহেদ, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান লুতি, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশাহীদ আলী, সাধারণ সম্পাদক নুরুল আলম, আমুড়া ইউপি আওয়ামীলীগের সভাপতি বদরুল হক, সাধারণ সম্পাদক কামরান আহমদ, আওয়ামীগ নেতা আব্দুল হানিফ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম ফয়সল, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ প্রমুখ। পৃথক শোকবার্তা তারা বলেন, তাঁর মতো একজন নি:স্বার্থ, জনদরদী জনপ্রতিনিধি ও রাজনীতিবিদের মৃত্যুতে গোলাপগঞ্জবাসী একজন অভিভাবককে হারালো। যার অভাব কোন দিন পূরণ হবে না। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রত গভীর সমবেদনা জানান।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধূরী, সিনিয়র সহ-সভাপিত রতন মনী চন্দ, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধূরী, সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল আহাদ।