যুক্তরাষ্ট্রে এম. সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

6

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ. যুক্তরাষ্ট্র নানা আয়োজনে দিবসটি পালন করে। এ উপলক্ষে সংগঠনটি ভার্চুয়াল স্মরণ সভা, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনায় নিউইয়র্ক, নিউজার্সী, কানেকটিকাট, লসএঞ্জেলেসের বিভিন্ন মসজিদেও দোয়া মাহফিল এবং মরহুমের নিজ এলাকায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
এদিন দুপুরে ভার্চুয়াল স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাইফুর রহমান শুধু সিলেটের নয় তিনি বাংলাদেশের গৌরব। একজন খাঁটি দেশপ্রেমিক, নিবেদিত প্রাণ, কর্মঠ এ কর্মবীর বিরামহীনভাবে দেশের জন্যে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি সমগ্র বাংলাদেশের উন্নয়নে যে ভূমিকা রেখে গেছেন তা স্বর্ণাক্ষরে লিখা থাকবে। মির্জা ফখরুল বলেন, এখন বাংলাদেশে যে মধ্য আয়ের দেশের কথা বলা হয় তার স্থপতি সাইফুর রহমান।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র সভাপতি লায়েকুল হাসান তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় ভার্চুয়াল স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সাবেক এমপি ও সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান, বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সমবায় সম্পাদক জি কে গাউস, জাসাস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিনেতা হেলাল খান, বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী, জিল্লুর রহমান জিল্লু, ফয়জুল করিম মায়ুন, মিজানুর রহমান, মিফতা সিদ্দিকি, মনজুর আহমদ চৌধুরী, সৈয়দ জুবায়ের আলী, ফযছল চৌধুরী,অদুদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি