আইপিএলের সূচি নিয়ে হিমশিম খাচ্ছে বোর্ড

7

স্পোর্টস ডেস্ক :
আইপিএলের ক্রীড়াসূচি নিয়ে রীতিমতো লেজেগোবরে অবস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের। টুর্নামেন্টের দিনক্ষণ অনেক আগে ঘোষণা হয়েছিল। কিন্তু ক্রীড়াসূচি আজও প্রকাশ করে উঠতে পারেনি বিসিসিআই। তার অন্যতম কারণ সংযুক্ত আরব আমিরাতে নতুন করে করোনার সংক্রমণ মাথাচাড়া দেওয়া। তাছাড়া আবুধাবিতে করোনা বিধি দুবাই কিংবা শারজার তুলনায় অনেক কঠোর। সেই সমস্যা মেটাতে ইতোমধ্যে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলসহ বাকি সদস্যরা দুবাই পৌঁছে গিয়েছেন।
অধিকাংশ দল ঘাঁটি গেড়েছে দুবাইয়ে। আবুধাবিতে বেস ক্যাম্প করেছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। মোট ৬০টি ম্যাচ হবে এবারের আইপিএলে। তার অধিকাংশই দুবাই ও আবুধাবিতে করতে চায় বোর্ড। শারজায় ১৪টি ম্যাচ হতে পারে। তাই আবুধাবি ও দুবাইয়ের মধ্যে সড়কপথে যোগাযোগের ক্ষেত্রে আমিরশাহি প্রশাসন যাতে আইপিএলের দলগুলোকে বিশেষ ছাড়পত্র দেয়, তার জন্য তদবির চালাচ্ছে বোর্ড।
কারণ, দলগুলোকে একাধিকবার এক শহর থেকে অন্য শহরে যেতে হবে। সেক্ষেত্রে বারবার করোনা পরীক্ষার রিপোর্ট বর্ডারে দেখানো বেশ জটিল প্রক্রিয়া। সেটা মিটলেই ক্রীড়াসূচি ঘোষণা করতে চাইছে বিসিসিআই। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো চাপ দিচ্ছে যাতে আর বেশি বিলম্ব না করা হয়।
তারই মধ্যে চেন্নাই সুপার কিংসের দুই ক্রিকেটারসহ বেশ কিছু সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় বিসিসিআই আরও বিপাকে। প্রতিযোগিতা প্রথা মেনে হবে কি না, তা নিয়েও বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার সুরেশ রায়নার আচমকা দেশে ফিরে আসাটা ভালোভাবে নেয়নি বোর্ড।
রায়নার আইপিএল না খেলার কারণ নিয়ে নানা বক্তব্য সামনে আসছে। কেউ বলছেন, তিনি নাকি পারিবারিক সমস্যার জেরে দেশে ফিরে এসেছেন। কেউ আবার দাবি করছেন, দলের একাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়ে পড়ায় রায়না ভীত ও সন্ত্রস্ত। তিনি জীবনের ঝুঁকি নিয়ে আইপিএলে খেলতে চান না বলে ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে, রায়নার পরিবর্তন হিসেবে বাংলার মনোজ তিওয়ারিকে দলে নিতে পারে ধোনি বাহিনী। তবে এই ব্যাপারে বোর্ডের অনুমতি লাগবে।
কোনটা সত্যি, সেটা পরে হয়তো সামনে আসবে। তবে চেন্নাই সুপার কিংস দলের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই ক্রীড়াসূচি সাজাতে হচ্ছে বোর্ডকে। নিয়ম অনুযায়ী, আইপিএলের উদ্বোধনী ম্যাচ হয় গতবারের চ্যাম্পিয়ন ও রানার্সের মধ্যে। এবার তাই ২০১৯ সালে খেতাবজয়ী মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হওয়ার কথা চেন্নাই সুপার কিংসের। ঘটনা হলো, ধোনির দল সিএসকে কবে অনুশীলন শুরু করতে পারবে কেউ জানে না। তারা আপাতত কোয়ারেন্টাইনে রয়েছে। আরও দু’বার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে তবেই জৈবিক সুরক্ষা বলয়ে প্রবেশের অনুমতি পাবে সিএসকে। তারপর অনুশীলনে নামতে পারবেন ধোনিরা। সেই কারণে আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের খেলা নিয়ে কিছুটা হলেও সংশয় রয়েছে।
তবে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি আইপিএল নিয়ে প্রচণ্ড আশাবাদী। রবিবার ইডেনে শ্যুটিংয়ের ফাঁকে তিনি বলেন, ‘চেন্নাই সুপার কিংস দল নিয়ে আমি কিছু বলব না। আমরা শুধু দেখব ওরা সূচি মেনে টুর্নামেন্ট শুরু করতে পারে কি না। আশা করছি ত্রয়োদশ আইপিএল খুব ভালোই হবে। করোনার সংক্রমণ এত তাড়াতাড়ি কমবে না। এর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সবাই ধীরে ধীরে কাজে ফিরছে। সাবধানতা অবলম্বন জরুরি। ফুটবল, ক্রিকেট ম্যাচ হচ্ছে ফাঁকা মাঠে। এটার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। আমি এখন পুরোপুরি ক্রিকেটের মধ্যে নেই। তবে পরিবার, ব্যবসা, বিসিসিআই এবং মিডিয়া— সব কিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হচ্ছে।’