কাজিরবাজার ডেস্ক :
সিলেটে গরু চোর নিমার আলীকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। সম্প্রতি (২২ মার্চ) সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসা এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত নিমার আলী দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার ৪ নং কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ আবাসিক এলাকার নোয়াগাঁও গ্রামের মৃত সমশের আলীর পুত্র।
মামলার সয়ক্ষিপ্ত বিবরণে জানা যায়, বিগত ২০১৬ সালের ১৮ মে মধ্যরাতে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার কুচাই পশ্চিমভাগের মো. আলাউদ্দিনের লাল রঙের দুটি গরু চুরি করে বাজারে বিক্রি করেন স্থানীয় নিমার আলী। চুরি করে নিয়ে যাওয়া গরু দুটির মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা। গরু দুটি কৃষক আলাউদ্দিনের হালচাষের ছিল। সাক্ষীদের জবানবন্দিতে এ ঘটনায় আলাউদ্দিন বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি মামলা (জিআর-৫৭/২০১৬) দায়ের করেন। পুলিশ তদন্ত করে চার্জশিট দাখিল করলে ২০১৮ সালের ৩ জানুয়ারি আসামির বিরুদ্ধে প্যানেল কোডের ১৮৬০ এর ৩৭৯ ধারায় অভিযোগ গঠিত হয়। দীর্ঘ বিচার ও সাক্ষ্য গ্রহণের পর বিজ্ঞ আদালত মামলার রায় ঘোষণা করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মোহাম্মদ লালা ও অসীম কুমার দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি জোবায়ের বখত জুবের।