সিলেটের ৩ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ’ মৎস্য মৎস্যজীবী ও চাষি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

3

সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ’ মৎস্যজীবী ও মৎস্য চাষি পরিবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) থেকে শুক্রবার (২০ অক্টোবর) আর্থিক সহায়তা পেয়েছে।
এফএও -এর এসএফইআরএ (জরুরি ও পুনর্বাসন কার্যক্রমের জন্য বিশেষ তহবিল) থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গত ১৬ জুন, ২০২২ সালে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করে এবং স্থানীয় প্রশাসন (ইউএনও) ও মৎস্য অধিদপ্তরের সাথে ধারাবাহিক বৈঠকের পর এবং পরিস্থিতি বিবেচনা করে (এফএও) এই উদ্যোগের জন্য সিলেটের দু’টি উপজেলা বালাগঞ্জ ও গোয়াইনঘাট, সুনামগঞ্জের তিন’টি উপজেলা ছাতক, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এবং মৌলভীবাজারের একটি উপজেলা জুড়ী নির্বাচন করা হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিবিড় তত্ত্বাবধানে ও সহায়তায় (এফএও)-এর কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাগণ দরিদ্র, ঝুঁকিপূর্ণ বন্যা-দুর্গত মৎস্যজীবী ও মৎস্য চাষি পরিবার নির্বাচন করতে সরাসরি জড়িত ছিলেন। বিজ্ঞপ্তি