শাল্লা থানা পুলিশের কাছে মদ তৈরীর উপকরণ জমা দিলো চিকাডুবি গ্রামবাসী

10

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের শাল্লা উপজেলার চিকাডুবি গ্রামটি চোরের গ্রাম হিসেবেই দেশবাসীর কাছে পরিচিত। এ গ্রামের মানুষের প্রধান পেশা ছিলো সিধেল চুরি। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এবং গ্রামে গ্রামে বিদ্যুৎ আসায় চোররা পেশা পরিবর্তন করতে বাধ্য হয়। তারা বংশ পরিক্রমায় চোর হওয়ায় এলাকায় তাদের কোন কাজে কেউ নেয় না। ফলে তারা বাধ্য হয়ে মদ তৈরীর কাজ শুরু করে।
রবিবার দুপুরে মদ তৈরীর সকল উপকরণ তারা শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সনজুর মোর্শেদ শাহিনের কাছে জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিজ্ঞা করে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সনজুর মোর্শেদ জানান, ইনশাআল্লাহ মাদকমুক্ত চিকাডুবি গ্রাম যাদের বর্তমান পেশাই হলো চোলাই মদ বানিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা। প্রায় দুই মাস যাবৎ দফায় দফায় তাদের সাথে কথা বলি। পরিশেষে তারা রাজি হয় মদ বানানো চেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার। তারই অংশ হিসাবে রোববার চিকাডুবি গ্রামের সবাই মদ বানানোর উপকরণ গুলো জমা প্রদান করে। তারা যাতে ভালো পথে চলতে পারে তাদের পক্ষে আমি শাল্লাবাসীর কাছে সার্বিক সহযোগিতা চাই।