ফাজিলচিস্তে ক্যারাম খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, উত্তেজনা

5

স্টাফ রিপোর্টার :
নগরীর ফাজিলচিস্ত এলাকায় বাচ্চাদের ক্যারাম খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪ টার দিকে কোতোয়ালী ও এয়ারপোর্ট থানার মধ্যবর্তীস্থানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত বা আটক হননি। খবর পেয়ে কোতোয়ালি ও এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ জানায়, ফাজিলচিস্ত এলাকার একটি কলোনীতে বাচ্চাদের ক্যারাম খেলার নিয়ে বিরোধ দেখা দেয়। সেই বিরোধের জেরে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েক খান তার ব্যবহৃত পাখি মারার বন্দুক দিয়ে প্রতিপক্ষকে ফাঁকাগুলি করলে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সৌমেন সুমিত্র ও এয়ারপোর্ট থানা ওসি শাহাদৎ হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে বিষয়টি আপোষ নিষ্পত্তি হয়েছে বলে জানান এয়ারপোর্ট থানা ওসি শাহাদৎ হোসেন ও কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সৌমেন সুমিত্র।
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন জানান, ফাজিলচিস্ত এলাকার একটি কলোনীর বাচ্চাদের ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় একটি পক্ষ গুলি ছোঁড়েছে বলে শুনেছি। তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সৌমেন সুমিত্র এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কলোনীর বাচ্চাদের ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সায়েক নামের একজন ব্যক্তি তার পাখি মারার বন্দুক দিয়ে ফাঁকা গুলি করলে এলাকায় আতংক দেখা দেয়। তিনি বলেন, এক পক্ষ কোতোয়ালয় থানা এলাকায় আর আরেক পক্ষ এয়ারপোর্ট থানা এলাকা হওয়ায় দু’থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গতকাল রাতে শুনেছি বিষয়টি আপোষ-মীমাংসা হয়ে গেছে। তবে গুলির বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।