বানিয়াচংয়ের নোয়াগাঁওয়ে সংঘর্ষে আহত ৩০

11

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, কয়েক মাস ধরে নোয়াগাঁও গ্রামের পঞ্চায়েতের টাকা নিয়ে বিরোধের জের ধরে আরজু মিয়া ও ফরিদ মিয়া গংয়ের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে আসছে। এরই জের ধরে শনিবার সকাল ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় স্বাধীন মিয়া (৪৬), সজলু মিয়া (৫৫), খলিল মিয়া (২০), আঃ জব্বার (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহতরা হলেন সোহাগ মিয়া (২০), শেও মিয়া (১৪), আঃ সালাম (৬০), ইয়াকুব মিয়া (৩৫), ইব্রাহিম মিয়া (২২), মনজুর মিয়া (২৫),মনজুর মিয়া (১৮), শরিফ উদ্দিন (২২),সজল মিয়া (১৭) জুলেখা বেগম (৪৫)।