বিশ্বে একদিনে সর্বোচ্চ মৃত্যু ভারতে

11

কাজিরবাজার ডেস্ক :
মহামারী করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল। তারপরও থেমে নেই জীবন ও জীবিকা। এরইমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪৬ হাজারের বেশি মানুষ। আর প্রতিবেশী দেশ ভারতে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে একদিনে সর্বোচ্চ মারা গেছেন ৮০৩ জন। এদিকে ওয়াল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছে ৬ লাখ ৯৮ হাজার ২২৪ জন। আক্রান্ত হয়েছেন এক কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৩৩০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ১৭ লাখ ২ হাজার ৪০৩ জন।
যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত আরও ৪৬ হাজার : যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বাড়ছেই। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪৬ হাজার ৩২১ জন। অপরদিকে একদিনেই মারা গেছে আরও ৫৩২ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই অন্য কোন দেশ। করোনায় পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে ট্রাম্পের দেশ। যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।
এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ৬২ হাজার ২৮৫। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫৮ হাজার ৯৩১ জন। দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২৪ লাখ ৪৭ হাজার ৫২৫ জন।
একদিনে সর্বোচ্চ মৃত্যু ভারতে : ভারতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮০৩ জন। সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৭২ জন এবং দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে ৫৬১ জনের। এছাড়া মেক্সিকোতে মারা গেছে ২৬৬ জন। কয়েকদিন ধরে ভারতে প্রায় প্রতিদিনই ৫০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ করোনায় আক্রান্ত : লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে করোনাভাইরাস। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত ব্রাজিলেই আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি। এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ ওয়াল্টার ব্রাগা নেটো করোনায় আক্রান্ত হয়েছেন। তার কার্যালয় থেকে জানানো হয়েছে যে, সোমবার তার দেহে পরীক্ষা-নিরীক্ষার পর করোনা পজিটিভ ধরা পড়েছে। মহামারী শুরুর পর এ নিয়ে ব্রাজিলের সাত মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন। ওয়াল্টারের কার্যালয় থেকে জানানো হয়েছে যে, তার দেহে করোনার তেমন কোন উপসর্গ ধরা পড়েনি এবং তিনি ভাল আছেন। এর আগে দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তিনি।
করোনা আক্রান্ত কসোভোর প্রধানমন্ত্রী : করোনা আক্রান্ত হলেন দক্ষিণ-পূর্ব ইউরোপের মুসলিম প্রধান দেশ কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি। নিজেই এ ঘোষণা দেন তিনি। নিজ ফেসবুক একাউন্ট থেকে দেয়া এক পোস্টে তিনি জানান, তিনি কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তবে সামান্য কাশি ছাড়া তার দেহে ভাইরাসটির গুরুতর কোন উপসর্গ নেই।