দৈনিক প্রথম আলোর উদ্যোগে গতকাল বুধবার সকালে দক্ষিণ সুরমার রাগীব নগরস্থ লিডিং ইউনিভার্সিটির ১ নম্বর গ্যালারী মিলনায়তনে এক শিক্ষক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
প্রথম আলোর সিলেট ব্যুরো অফিসের ষ্টাফ রিপোর্টার সুমন কুমার দাশের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
বক্তব্য রাখেন- লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, রেজিষ্ট্রার মেজর (অব:) মো. শাহ আলম পিএসসি, প্রথম আলোর যুব কর্মসূচি প্রধান মনির হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যক্ষ ফয়জুল হক, অধ্যক্ষ আব্দুল হক তাফাদার, প্রফেসর নাসির উদ্দিন আহমদ, প্রফেসর রজত কান্তি সোম, সহযোগী অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, সাবেক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী লিপি চৌধুরী,প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ প্রমুখ।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ভালোর সাথে আলোর সাথে প্রথম আলো দেশ মাটি ও মানুষের কথা বলতে চায়। আমরা আগামী বিশ বছরের মধ্যে একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। তিনি বলেন, সততার সাথে কাজ করে প্রথম আলো আজ সমাদৃত হয়েছে। যাত্রা শুরুর সাড়ে তিন বছরে প্রথম আলো প্রথম হয়েছে সকলের সহযোগিতায়। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ এগিয়ে চলেছে। আবার একটি গোষ্ঠী দেশকে পিছিয়ে নেয়ার চেষ্টা করছে। আমাদের প্রতিদিন ভাবতে হয়, জানতে হয়, শিখতে হয়। তিনি বলেন অনলাইন পত্রিকায় ‘ফ্যাক’ নিউজ বেড়ে গেছে। বর্তমানে যান্ত্রিক জীবনে মানুষের ব্যস্ততা বেড়েছে। পত্রিকার পাঠক কমে যাচ্ছে। তারপরও আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করছি। পত্রিকার কাজ হচ্ছে জনসচেতনতা তৈরি করা।
তিনি বরেন, বর্তমানে ভালো মেধাবীরা সাংবাদিকতায় আসতে চায় না। তারা সরকারি চাকুরিতে স্বাচ্ছন্দবোধ করে। পত্রিকায় বিভিন্ন ভুলত্রুটি থাকাটা স্বাভাবিক। এটা শোধরানোর চেষ্টা করছি। কলেজের শিক্ষকরা ছাত্রদেরকে পত্রিকা ও বই পড়ায় উৎসাহিত করবেন। এতে তাদের মেধার বিকাশ ঘটবে। বিজ্ঞপ্তি