ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া বাজারে গরু-ছাগলের অবৈধ হাট অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের এক চিঠির মাধ্যমে বলা হয়েছে। ২৭ জুলাই সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ অবৈধ হাট অপসারন এ সংক্রান্ত প্রতিবেদন প্রেরনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে। কোরবানীর পশুর এ অবৈধ হাট অপসারণ না হলে জটিলতা সৃষ্টির আশংকা করা হয়েছে চিঠিতে। কোরবানীর ঈদ উপলক্ষে বুরাইয়া বাজারে অবৈধভাবে গরু- ছাগলের হাট বসানো হয়। স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি এ অবৈধ পশুর হাটের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। ফলে আশপাশের বৈধ পশুর হাটে এর নেতিবাচক প্রভাব পড়ে। অবৈধ পশুর হাট উচ্ছেদে উচ্চ মূল্যে ইজারা গ্রহণ করা উপজেলার জাউয়াবাজার, দোলারবাজার, রসূলগঞ্জ বাজারসহ অন্যান্য পশুর হাট ইজারা গ্রহণকারী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্তের আশংকা রয়েছে।