সুনামগঞ্জে চার লোককবি স্মরণে ‘হাওর পারের গল্প’ ২৭-৩০ অক্টোবর

67

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক স্বনামধন্য বাউল স¤্রাট শাহ আবদুল করিম, লোককবি দুর্বিণ শাহ, মরমি কবি হাসন রাজা ও লোককবি রাধারমণ দত্তের স্মৃতির স্মরণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে চারদিনব্যাপী ‘হাওর পারের গল্প ২০১৭’ আয়োজন করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর শুক্রবার থেকে জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজনের সূচনা হবে। ওইদিন সকাল ১০টায় শাহ আবদুল করিম রচিত সংগীত প্রতিযোগিতা এবং বিকেল ৪টায় চার লোককবি স্মরণে ‘হাওর পারের গল্প ২০১৭’-এর উদ্বোধন, র‌্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পরদিন ২৮ অক্টোবর শনিবার সকাল ১০টায় দুর্বিণ শাহ রচিত সংগীত প্রতিযোগিতা শেষে বিকেল ৩টায় দূর্ব্বীণ শাহ’র রচনার বৈশিষ্ট্য সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা এবং সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে আলোচনা সভা। পরে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৯ অক্টোবর রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে হাসন রাজা রচিত সংগীত প্রতিযোগিতা। বিকেল ৩টায় হাসন রাজার বৈশিষ্ট্য সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
৩০ অক্টোবর সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে রাধারমণ দত্ত রচিত সংগীত প্রতিযোগিতা। বিকেল ৩টায় রাধারমণ দত্তের রচনার বৈশিষ্ট্য সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। পরে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই আয়োজনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশবরেণ্য ব্যক্তিত্ব অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।