শিক্ষার্থীদের ৫০% ফি মওকুফ ও বিভিন্ন দাবিতে অভিভাবক এসোসিয়েশনের মানববন্ধন ॥ করোনা সংকটে শিক্ষার্থীদের অর্ধেক ফি মওকুফ ও সকল স্কুলকে শিক্ষা ব্যয় কমাতে হবে

7
করোনাকালীন সংকটে সিলেটের সকল স্কুলের শিক্ষার্থীদের ৫০% ফি মওকুফ ও শিক্ষা ব্যয় কমিয়ে আনার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী।

করোনাকালীন সংকটে ইংলিশ মিডিয়াম স্কুল ও অন্যান্য স্কুলে মাসিক টিউশন ফি অর্ধেক করা এবং হাইকোর্টের রায় মেনে পুন:ভর্তি ফি বা অন্য যে কোন নামে এককালীন মোটা অংকের টাকা ছাড়া ক্লাস করার সুযোগসহ বিভিন্ন দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছে সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশন। মানববন্ধনে সিলেটের সকল সুশীল, সাংবাদিক, আইনজীবী, নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, সকল স্কুলকে শিক্ষা ব্যয় কমিয়ে, করোনাকালীন সংকটে শিক্ষার্থীদের ৫০% ফি মওকুফ করতে হবে। এটা যৌক্তিক দাবী। খেয়াল রাখতে হবে একটি শিশু ও যে স্কুল থেকে ঝরে না পড়ে। আধুনিক শিক্ষার বিস্তারে আরো মানবিকতা ও মানবতা নিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে শিশু শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বক্তারা বলেন ছাত্র ছাত্রীদের অর্ধেক ফির টাকা দিয়ে সংকটে শিক্ষাকদের বেতন ও অনলাইন ক্লাস পরিচালনা সম্ভব।
১৮ জুলাই শনিবার দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপির পরিচালনায় বিশাল মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম, খাজাঞ্চিবাড়ি স্কুলের অভিভাবক সাংবাদিক বদরুদ্দোজা বদর, স্কলার্স হোম স্কুলের অভিভাবক সাংবাদিক খালেদ আহমদ, খাজাঞ্চিবাড়ি স্কুলের অভিভাবক সৈয়দ বাহারুল ইসলাম রিপন, রাইজ স্কুলের অভিভাবক এডভোকেট মো: কুতুব উদ্দিন, খাজাঞ্চিবাড়ি স্কুলের অভিভাবক অধ্যাপক শুভেন্দ্র শেখর পাল, দিদার হোসেন রুবেল, অভিভাবক মাওলানা ফিরুজ উদ্দিন, মো: জাবেদুর রহমান, মো: নজরুল ইসলাম, সাংবাদিক আজমল হোসেন, মো: নোমান আহমদ, মো: মাসুম আহমদ, মো: বেলাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি