মোঃ বুলবুল হোসেন :
সকাল হলে বাবুই পাখি
খোকা বলে ডাকে,
ডাকটি শুনে খোকা বাবু
ডেকে তুলে মাকে।
খোকা ডাকে মিষ্টি সুরে
সকলে দেয় সারা,
পাখি গানে খোকা নাচে
মেতে ওঠে পাড়া।
মধুর সুরে পাখি গুলো
খোকা ডাকে যখন,
মধুর কন্ঠে কথা শুনে
পাড়া নাচে তখন।
খোকা বলে এসো পাখি
বলবো কানে কানে,
তোমার লাগি আনবো শাড়ি
দাদু দেখে শুনে।
নতুন বছর নতুন সকাল
হবে রঙ্গিন সাজে,
সারা বছর ভালো থাকবো
গাইবো সবার মাজে।