বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর আয়োজিত কেন্দ্র ঘোষিত বৃক্ষ রোপণ অভিযান ২০২০ উপলক্ষে শনিবার (১৮ জুলাই) বৃক্ষ রোপণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মামুন হোসাইন ও সেক্রেটারি সাইফুল ইসলাম সহ মহানগর শিবির নেতৃবৃন্দ।
উক্ত বৃক্ষ রোপণ অভিযানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কেন্দ্রীয় তথ্য সম্পাদক নজরুল ইসলাম বলেন,
এদেশে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ রূপ ধারণ করছে। প্রাকৃতিক দুর্যোগের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর দেশ প্রাকৃতিক বিপর্যয়ে আক্রান্ত হলে তার বিরূপ প্রভাব পড়ে সকল শ্রেণী পেশার মানুষের উপর। এ কারণেই দেশে প্রতি বছর বিভিন্ন রকম বন্যা, খরা, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এ ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায় বৃক্ষ নিধন নিয়ন্ত্রণ ও ব্যাপক ভাবে বৃক্ষ রোপণ। এ কর্মকান্ডের জন্য কোন নির্দিষ্ট এলাকা বা সীমারেখা নেই। সর্বত্র বৃক্ষ রোপণ করতে হবে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই আমাদের বৃক্ষ রোপণ অভিযান সফল করতে হবে। শুধু নিজেরা নয় সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এ কাজে উৎসাহ ও অংশ গ্রহণ করাতে হবে। বৃক্ষ রোপণ একটি ইবাদত এ সম্পর্কে রাসূল (সা.) বলেছেন, ‘যদি কিয়ামাত সংঘটিত হওয়ার মুহূর্তেও তোমাদের কারো হাতে একটি চারা গাছ থাকে, তাহলে সে যেন তা রোপণ করে (সহিহ বুখারী)। বৃক্ষ আমাদের অস্তিত্বের সাথে জড়িত। বৃক্ষ রোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে পারলে অল্প সময়ের ব্যবধানেই গাছে গাছে সবুজ দেশ গড়া সম্ভব। বিজ্ঞপ্তি