৭১তম বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেটের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেটের সাবেক সভাপতি মাহবুবুল আলম মিলন, বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্ঠা মো. জসিম উদ্দিন খন্দকার, ওসমানী জাদুঘর সিলেটের সহকারী কীপার মো. জিয়ারত হোসেন খান, বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সহ-সভাপতি এম এ মতিন, সুরঞ্জিত বর্মণ, আলহাজ¦ এম এ রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুদীপ বৈদ্য, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সহ-সাংগঠনিক ইমতিয়াজ হোসেন আরাফাত, সিলেট জেলার সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন চৌধুরী মানিক, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের, কবি ও সংস্কৃতিকর্মী আনোয়ার হোসেন মিছবাহ, অধ্যক্ষ ধীরেন্দ্র কুমার দাস, সনাপ’র সভাপতি ফাইয়াজ হোসেন ফরহাদ, আশিকুর রহমান রব্বানী, মো. ইউসুফ সেলু, তরুণ রায়, কানু দত্ত সেনাপতি, আব্দুল মজিদ, নারীনেত্রী শিরিন আক্তার চৌধুরী, শাহানা চৌধুরী, সিলেট যুব ফোরামের সভাপতি শাহ আলম, জাতীয় যুব উন্নয়ন পরিষদ সিলেট মহনগরের সাধারণ সম্পাদক মামুন চৌধুরী, নারীনেত্রী সাহেদা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি