একে কুদরত পাশা, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের দিরাইয়ে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর গ্রামের ওয়াছির মিয়ার স্ত্রী কমরুননেছা (৭৫)। সোমবার ভোর ৫ টায় নিজ বাড়িতে আইসোলেসনে থাকা অবস্থায় তিনি মারা যান। করিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৮ জুলাই কমরুননেছা সর্দি কাশি জ্বর নিয়ে করোনা টেস্টের জন্য দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ৯ জুলাই তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাড়িতে আইসোলেসনে ছিলেন। আইসোলেশনে থাকাবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ জানান, করোনায় মৃত ব্যক্তির দাফন ও দাহ কাজ সম্পন্ন গঠিত কমিটি কমরুননেছার দাফন করবে।