ছাতকে ঝটিকা অভিযানে অতিরিক্ত কমিশনার

34

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ভূমি অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সরেজমিনে তদন্ত করলেন সিলেটের অতিরিক্ত বিভাগিয় কমিশনার মৃনাল কান্তি দে। বৃহস্পতিবার এক ঝটিকা অভিযানে এসে দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। এ সময় ভূমি অফিসের বিভিন্ন ফাইল-পত্রে ব্যাপক অনিয়ম দেখতে পান এবং পরিদর্শন বহিতে তা- লিপিবদ্ধ করেন। এসিল্যান্ড সোনিয়া সুলতানা ট্রেনিংয়ে থাকায় অফিস সহকারি প্রবির চন্দ্র রায়, আবদুল জব্বার, নাজির দেলোয়ার হোসেন, সার্ভেয়ার অজয় বাবুসহ কর্মকর্তা-কর্মচারিরা এ সময় উপস্থিত ছিলেন। সম্প্রতি ভূমি অফিসের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের পর অফিস সহকারি শামছুদ্দোহাকে এখান থেকে ষ্ট্যান্ডরিলিজ করা হয়। কিন্তু তার অপকর্মের সহযোগি সার্ভেয়ার পিকলু চৌধুরি এখনো বহাল তবিয়তে রয়েছেন। এ ব্যাপারে অফিসের একটি দায়িত্বশীল সূত্র তদন্তের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তদন্তকালে ভূমি অফিসের সীমাহীন, দুর্নীতি ও অনিয়মের ঘটনার জন্যে তিনি উপস্থিত কর্মকর্তাদের ভৎর্সনা করেছেন।