বাতাসে এক ঘণ্টারও বেশি সময় টিকে থাকে করোনা

9

কাজিরবাজার ডেস্ক :
মধ্যপ্রাচ্যে কোভিড-১৯ রোগের হটস্পট হিসেবে পরিচিত ইরান বিস্তার ঠেকাতে সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। আশার কথা হচ্ছে, ভিয়েতনামে করোনায় আক্রান্ত সবচেয়ে গুরুতর রোগীও সুস্থ হয়ে উঠেছেন। আর ব্রিটেনের ইমপেরিয়াল কলেজ লন্ডন জানিয়েছে, বাতাসে এক ঘণ্টারও বেশি সংক্রামক হিসেবে টিকে থাকে করোনা। অন্যদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। একদিনে মারাও গেছে হাজারের বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রে হু হু করে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা।
ওয়ার্ল্ডোমিটারের মতে, সারাবিশ্বে রবিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ২৮ লাখ ৭২ হাজার ৬৫৫ জন। মারা গেছেন পাঁচ লাখ ৬৮ হাজার ৩১৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭৫ লাখ দুই হাজার ১৭৮ জন। চিকিৎসাধীন আছেন ৪৪ লাখ দুই হাজার ১৬৩ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৫৮ হাজার ৮০৩ জন। একদিনে আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৪ হাজার ৭৮৬ জন। মারা গেছেন পাঁচ হাজার ৯৯৬ জন। সুস্থ হয়েছেন ২৮ হাজার ৫৭৯ জন।
ইরানে বিয়ে বন্ধ : করোনার বিস্তার ঠেকাতে বিয়ে ও লোক সমাগম হয় এমন সব সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করছে ইরান। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ ধরনের অনুষ্ঠান আয়োজন বন্ধের আহ্বান জানান প্রেসিডেন্ট হাসান রুহানি। তার পরপরই এক পুলিশ কর্মকর্তা রাজধানী তেহরানে বিয়ে ও অন্ত্যেষ্টিক্রিয়ার মতো সব ধরনের অনুষ্ঠান আয়োজন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেন।
‘বাতাসে সংক্রামক হিসেবে টিকে থাকে করোনা’ : ইমপেরিয়াল কলেজ লন্ডনের ইনফ্লুয়েঞ্জা ভাইরোলজির চেয়ারম্যান অধ্যাপক উইন্ডি বারক্লে বলেছেন, নোভেল করোনাভাইরাসের কণা বাতাসে এক ঘণ্টা ধরে সংক্রামক হিসেবে টিকে থাকতে পারে। সংক্রমণের গতি-প্রকৃতি নিয়ে নতুন এ তথ্য জানিয়েছেন তিনি।
ভিয়েতনামের শেষ রোগীও সুস্থ : করোনার বিরুদ্ধে লড়াইয়ে সফল ভিয়েতনাম এখনও মৃত্যুহীন। দেশটিতে এ রোগে আক্রান্ত সবচেয়ে গুরুতর রোগীটিও সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। ব্রিটিশ নাগরিক স্টেফেন ক্যামেরন পেশায় পাইলট (৪৩)। মার্চের শুরুর দিকে ভিয়েতনাম এয়ারলাইন্সের হয়ে ব্রিটেন থেকে নিজের প্রথম ফ্লাইট নিয়ে দেশটিতে যান। তার তিনদিন পর জ্বরাক্রান্ত ক্যামেরন ভর্তি হন হাসপাতালে। হো চি মিন সিটির একটি বারে গিয়ে তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হয়।
ব্রাজিলে ৭১ হাজার মৃত্যু : করোনা সংক্রমণে বিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ৭১ হাজার ৪৯২ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ লাখ ৪০ হাজার ৮১২ জন। নতুন করে এক হাজার ৭১ জন মারা গেছেন। একদিনে আক্রান্ত ৩৬ হাজার ৪৭৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ১৩ হাজার ৫১২ জন। এখনও চিকিৎসাধীন ৫ লাখ ৫৫ হাজার ৮০৮ জন।
যুক্তরাষ্ট্রে আক্রান্ত বাড়ছেই : যুক্তরাষ্ট্রে হু হু করে করোনার সংক্রমণ বাড়ছেই। গত কয়েক দিন টানা প্রতিদিনই ৬০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। একের পর এক সংক্রমণের রেকর্ড গড়ছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৫৬ হাজার ২৪২ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৭ হাজার ৪১৪ জন। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৭১৯ জন এবং মারা গেছেন ৭৩২ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৯০ হাজার ৭০২ জন।
ভারতে আরও ৫৫১ মৃত্যু : ভারতে একদিনেই নতুন করে ২৮ হাজার ৬৩৭ মানুষ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, নতুন আক্রান্তের সংখ্যা নিয়ে আক্রান্ত হয়েছে ৮ লাখ ৪৯ হাজার ৫৫৩। নতুন করে মারা গেছেন ৫৫১ জন। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ২২ হাজার ৬৭৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ১৯ হাজার ২৩৫ জন। ফলে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৬২১ জন। অর্থাৎ সুস্থতার হার ৬২ দশমিক ৯৩ শতাংশ।