তাহিরপুর সীমান্ত চোরাচালানীদের স্বর্গরাজ্য

36

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত চোরাচালানীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। গতকাল রবিবার ভোর ৫টায় টেকেরঘাট এলাকা দিয়ে অবৈধভাবে কয়লা পাচারের সময় ১টন কয়লা আটক করেছে বিজিবি। কিন্তু রহস্যজনক কারণে চোরাচালানীদের আটক করেনি। বিজিবি ও স্থানীয়রা জানায়, টেকেরঘাট বিজিবি ক্যাম্প সংলগ্ন চুনাপাথর খনি প্রকল্প এলাকা দিয়ে বড়ছাড়া গ্রামের চোরাচালানী জম্মত আলী ও লাকমা গ্রামের দূরবিনশাহর নেতৃত্বে লিটন, মোস্তফা মিয়া, মাসুদ মিয়া, আইনাল হক, সাইকুল মিয়াসহ ১৫-২০জন ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ কয়লা পাচার করে। এ সময় অভিযান চালিয়ে ১টন কয়লা জব্দ করলেও কাউকে আটক করেনি বিজিবি। এ ব্যাপারে বড়ছড়া বিজিবি কোম্পানী কমান্ডার আব্দুর রউফ বলেন, চোরাচালানীরা কয়লার বস্তা রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়াও চাঁনপুর সীমান্তে রাজাই এলাকার ১২০১ পিলার সংলগ্ন এলাকা দিয়ে চোরাচালানী হক্কর আলী, জম্মত মিয়া, আবুল মিয়া, আবু বক্কর, বাচ্চু মিয়ার নেতৃত্বে ২০/৩০জন, চাঁরাগাঁও সীমান্তের লালঘাট ও বাঁশতলা এলাকা দিয়ে নজরুল মিয়া, হরমুজ আলী, জয়নাল মিয়া, মজিদ মিয়া, রহিম উদ্দিন, আব্দুল আলী, মনাফ মিয়া, বাগলী সীমান্তের জঙ্গলবাড়ি ও লামাকাটা এলাকা দিয়ে লেংড়া জামাল, কদ্দুস মিয়া, আলকাছ মেম্বার, মোতালিবের নেতৃত্বে সিন্ডিকেটের মাধ্যমে সিরিয়াল দিয়ে প্রতিদিন কয়লা পাচার করছে। এ ব্যাপারে সুনামগঞ্জ ৮বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন, সীমান্তের চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।