জনগণের সেবার মতো মহৎ কাজ করতে হলে অর্থনৈতিকভাবেও কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে। এর মাধ্যমে নিজেরা যেমন ভালো কাজে সম্পৃক্ত হতে পারবেন, তেমনি দরিদ্র মানুষও উপকৃত হবে। রোটারিয়ানরা হতদরিদ্র মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
রোটারি ক্লাব অব সিলেট সাউথের ২০২০-২১ সালের নতুন প্রেসিডেন্ট-এর দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ একথা বলেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল মুহিত দিদার-এর সভাপতিত্বে সেক্রেটারি রোটারিয়ান জুবায়ের আহমদ চৌধুরী সুমনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডেপুটি গভর্ণর রোটারিয়ান মতিউর রহমান পিএইচএফ, ভোকেশনাল সার্ভিস রোটারিয়ান পিপি বদরুজামান, আই পিপি রোটারিয়ান দেবাশীষ চক্রবর্তী, পিপি রোটারিয়ান ড. আর কে ধর এমপি এইচ, ক্লাব সার্ভিস- পিপি রোটারিয়ান জুবায়ের আহমদ পিএইচএফ, বুলেটিন এডিটর পিপি রোটারিয়ান আব্দুল মালিক সুজন, পিপি রোটারিয়ান এডভোকেট দিপক রঞ্জন দত্ত, পিপি রোটারিয়ান ক্ষমা কান্ত চক্রবতী প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান শামীম আহমেদ পিএইচ এফ, আরএফএসএম, ক্লাবের-ভাইস-প্রেসিডেন্ট রোটারিয়ান হাফিজ কামরুল ইসলাম, সাবেক সেক্রেটারী শাহ জুনেদ আলী, জযেন্ট সেক্রেটারি রোটারিয়ান জাকারিয়া মাহমুদ, বুলেটিন সাব এটিটর রোটারিয়ান চৌধুরী মাহবুবুর রহমান, সার্জেন্ট আমর্স- রোটারিয়ান দীপক চক্রবর্তী, রোটারিয়ান ফয়সল আহমদ, রোটারিয়ান ইঞ্জিনিয়ার জাবেদ আহম, ইয়থ সার্ভিস রোটারিয়ান এস এম রশিদ, রোটারিয়ান মো. আলী মনজুর, রোটারিয়ান ইমতেয়াজ আহমদ জগলু, রোটারিয়ান রাজু আহমদ, রোটারিয়ান মোবারক হোসেন, রোটারিয়ান কাত্তিক পাল, রোটারিয়ান আশরাফ হোসাইন পাটোওয়ারী, রোটারিয়ান হাজি এনাম।
সভাপতির বক্তব্যে রোটারিয়ান আবদুল মুহিত দিদার বলেন, পৃথিবীব্যাপী মানবকল্যাণের ক্ষেত্রে অনন্য নজির সৃষ্টি করেছে রোটারি। আন্তরিকতা, সততা, দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজ উন্নয়নে অবদান তাদের নেতৃত্বের বিকাশ ঘটাচ্ছে। বিজ্ঞপ্তি