উইন্ডিজ-আফগানিস্তান নিয়ম রক্ষার ম্যাচ আজ

12

স্পোর্টস ডেস্ক :
একঝাঁক পাওয়ার হিটার ব্যাটসম্যান নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল স্বপ্নের মতো। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০৫ রানে গুটিয়ে দিয়ে ক্যারিবীয়রা তুলে নিয়েছিল ৭ উইকেটের বড় জয়। ওই পর্যন্তই। মুদ্রার উল্টা পিঠ দেখতে সময় লাগেনি জেসন হোল্ডারদের। টানা হারে মধ্যপথে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া উইন্ডিজ আজ লীগপর্বে নিজেদের শেষ ম্যাচটা খেলবে আসরে এখন পর্যন্ত জয়ের মুখ না দেখা আফগানিস্তানের বিপক্ষে। আট খেলায় এক জয়ের বিপরীতে ছয় হার ও পরিত্যক্ত এক ম্যাচ মিলিয়ে ৩ পয়েন্ট নিয়ে দশ দলের আসরে নয় নম্বরে ক্যারিবীয়রা ফেবারিট হিসেবে মাঠে নামবে! জয় দিয়ে বিদায় নেয়ার ক্ষেত্রে এটা হতে পারে তাদের প্রেরণা। তবে প্রতিপক্ষ আফগানিস্তান এখনও পর্যন্ত জয়ের দেখা না পেলেও দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছিল। তারাও নিশ্চয়ই জয় দিয়ে শেষ করতে চাইবে। হেডিংলিতে খেলা শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
বিশ্বকাপ বাছাইপর্বে গত বছর হারারেতে ক্রিস গেইল, কার্লোস ব্রেথওয়েট এবং শাই হোপদের মতো তারকা সমৃদ্ধ ওয়েস্ট ইন্ডিজকে দুইবার হারিয়েছে আফগানিস্তান। এখন বিশ্বকাপে বেশ কয়েকটি বড় দুটি দলের বিপক্ষে ভাল পারফরর্মেন্স দেখানো যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান সুযোগ নিতে চাইবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শক্তিশালী ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভাল লড়াই করেছে আফগানরা। যে কারণে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এখন আর দুর্বল বলে হিসেবের খাতা থেকে তাদের বাদ দেয়া যাবে না। মোহাম্মদ নবী, মুজিব উর রহমান এবং রশীদ খানের মতো তারকাদের নিয়ে গড়া আফগান বোলিং আক্রমণের বিপক্ষে তিন দলকেই বেশ বেগ পেতে হয়েছে। গত রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পরাজিত হয়ে তৃতীয়বারের মতো হৃদয় ভেঙ্গেছে ওয়েস্ট ইন্ডিজের। এর আগে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয়ের ভাল সুযোগ হারিয়েছে জেসন হোল্ডারের দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ী ছক্কা হাঁকাতে গিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে কার্লোস ব্রেথওয়েট জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসে ক্যারিবীয়রা। শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডার বলেন, ‘বারবার জয়ের এত কাছে এসেও পরাজিত হওয়াটা অত্যন্ত হতাশার।’ পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে আফগানিস্তান। আর তাদের চেয়ে একধাপ ওপরে ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ী হওয়ার পর টানা সাত ম্যাচে পরাজিত হয়েছে ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপ জয়ী ক্যারিবীয় দলটি। অন্তত তাদের শেষ ম্যাচে একটি বড় এ মঞ্চ থেকে বিদায়ের জন্য হবে একটা ভাল সুযোগ। আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব চাইবেন আরও একবার তার সৈন্যরা জেগে উঠুক এবং দেশে ফেরার আগে তার স্পিনাররা শেষবারের মতো জাদুকরী কিছু করুক।