কানাইঘাটে শিশু বলাৎকারের মামলায় লম্পট গ্রেফতার

14

স্টাফ রিপোর্টার :
শিশু বলাৎকারের দায়েরকৃত মামলায় কানাইঘাট এলাকা থেকে এক লম্পটকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গত শুক্রবার দিবাগত রাতে উত্তরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লম্পটের নাম- রায়হান (২৪)। সে কানাইঘাট থানার বাঘবাড়ি গ্রামের আইয়ুব আলীর পুত্র।
র‌্যাব জানায়, রায়হান বিকৃত মানসিক ও লম্পট প্রকৃতির লোক। ওই শিশু (৭)’র উপর তার লোলুপ দৃষ্টি পড়ে। তাকে বলৎকার করতে রায়হান নানা ফাঁদ পাতে। গত ৯ এপ্রিল বিকেলে ওই শিশুটি স্থানীয় মসজিদের ইমামের খাবার পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রায়হান তাকে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে বলৎকার করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় রায়হানের বিরুদ্ধে ১২ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে রায়হান পলাতক ছিলো। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইনসহ সদর কোম্পানির একটি আভিযানিক দল কানাইঘাটে অভিযানে যায়। পরে রায়হানকে কানাইঘাটের উত্তর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রায়হানকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ এর এএসপি ওবাইন জানিয়েছেন।