করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন সিলেট বিএনপি নেতা এম এ হক

14

স্টাফ রিপোর্টার :
সিলেট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি সদ্য প্রয়াত এম এ হক করোনাভাইরাস রোগে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনায় পরীক্ষায় যে ৫৩ জন শনাক্ত হয়েছিলেন তার মধ্যে এম এ হকও পজিটিভ শনাক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
উল্লেখ্য, এম এ হক গত শুক্রবার নগরীর দক্ষিণ সুরমা নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত ৩০ জুন সেখানে তাঁকে ভর্তি করা হয়। এর পরের দিন শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।