বন্ধু মানে

18

মোঃ রাজিব হুমায়ুন :

বন্ধু মানে সারাবেলা
টইটই করে ঘোরা,
বন্ধু মানে সবুজ ঘাসে
প্রিয় আড্ডা জোড়া।

বন্ধু মানে রসিকতায়
খিলখিলিয়ে হাসা,
বন্ধু মানে নদীর জলে
নৌকা নিয়ে ভাসা।

বন্ধু মানে বড়শি দিয়ে
টেংরা, পুঁটি ধরা,
বন্ধু মানে প্রতি প্রহর
দুষ্টুমিতে ভরা।

বন্ধু মানে তপ্ত রোদে
ক্রিকেট, হকি খেলা,
বন্ধু মানে ঘোরাঘুরি
বৈশাখী সব মেলা।

বন্ধু মানে রেস্তোরাঁতে
মজার খাবার খাওয়া,
বন্ধু মানে ভার্সিটি আর
বিদ্যালয়ে যাওয়া।

বন্ধু মানে জোছনা রাতে
চন্দ্র, তারা দেখা,
বন্ধু মানে রাত্রি জেগে
গান কবিতা লেখা।

বন্ধু মানে নিপুণ হাতে
গ্রামের ছবি আঁকা,
বন্ধু মানে সুখে-দুখে
পাশাপাশি থাকা।

বন্ধু মানে মনের কথা
অকপটে বলা,
বন্ধু মানে শপথ নিয়ে
ভালো পথে চলা।

বন্ধু মানে দেশ-বিদেশে
মানব সেবা করা,
বন্ধু মানে সময় মতো
নামাজ, কোরআন পড়া।