কাজিরবাজার ডেস্ক :
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক (যুগ্মসচিব) জাফর আহম্মদ খান।
শনিবার রাতে তিনি মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঝালকাঠি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
জাফর আহম্মদের গ্রাড়ের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দিতে।
আতিকুর রহমান বলেন, ‘গত ১৬ জুন করোনায় আক্রান্ত হয়ে জাফর আহম্মদ স্যার ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।’
দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন এক লাখ আট হাজার ৭৭৫ জন। আর মোট মৃত্যু হয়েছে এক হাজার ৪২৫ জনের। করোনায় মারা যাওয়াদের তালিকায় সরকারের প্রতিমন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন।