তাহিরপুরে ১৪ মাসের শিশু সহ আরো ৬ জন করোনায় আক্রান্ত

10

তাহিরপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুরে ১৪ মাসের এক শিশুসহ নতুন করে আরও ৬ জন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছে।
বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত আরটি-পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য নিশ্চিত করেছে ।
নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে উপজেলার পল্লী বিদ্যুৎ বাদাঘাট অভিযোগ কেন্দ্রের ৩ জন লাইনম্যান, সূর্যেরগাঁও গ্রামের ১৪ মাসের ১ শিশু, আনোয়ার পুর গ্রামের ১জন এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ১জন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার পর্যন্ত তাহিরপুরে করোনা উপসর্গে আক্রান্ত ২৮৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। এর মধ্যে পরীক্ষাগার থেকে ২৭০ জনের ফলাফলে ২৪ জনের দেহে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। ভাল হয়েছেন ১৪ জন ও আইসোলেশনে আছেন ১০ জন এবং ১৬টি নমুনার ফলাফল অপেক্ষমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, তাহিরপুর উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন।