জীবন বাঁশি

16

হামীম রায়হান

খেয়া ঘাঠে নৌকা বাঁধা
মাঝি গেল কই!
কোথায় গেল পূবের মাঠে
দুষ্টুদের হৈ চৈ!
ফুল বাগানের মালি কোথায়,
কোথায় রাখাল ছেলে?
কোথায় গেল মাঠের কৃষক
হালের বলদ ফেলে?
নাটাই আছে পড়ে ঘরে,
নেই তো ঘুড়ির দেখা?
উঠবে কখন আকাশ জুড়ে
খুশির আলোর রেখা!
কখন আবার জমবে খেলা
বৃদ্ধ বটের তলে,
জলকেলিতে মজবে ডাহুক
আবার বিলের জলে।
আবার খোকার মুখে ফুটবে
পোকলা দাঁতের হাসি,
আবার দেখো পৃথিবী জুড়ে
বাজবে জীবন বাঁশি।